আজাইরা প্যাঁচাল ছাড়া অন্যসব ঢাকা: নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর খোঁজে তার স্ত্রী তাহসিনা রুশদীকে নিয়ে শনিবার বিকেলে রাজধানীর অদূরে গাজীপুরের পুবাইলে অভিযান চালিয়েছে র্যাব ও পুলিশের যৌথ দল।
তবে ইলিয়াসকে খুঁজে পাওয়া যায়নি।
অভিযানের সত্যতা নিশ্চিত করে র্যাব-এর মিডিয়া উইংয়ের প্রধান এম সোয়াহেল রাত সাড়ে আটটার দিকে জানান, অভিযানে ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া যায়নি। তারা রাজধানীতে ফিরে আসছেন।
এর আগে বিকেলে র্যাব ও পুলিশের একটি দল বনানীর বাসা থেকে তাহসিনা রুশদীকে নিয়ে যায়।
পরে তাকে নিয়ে পূবাইলের হাফিজ উদ্দিন শ্যুটিং স্পটে অভিযান চালানো হয়।
উল্লেখ্য, শনিবার দুপুরেই একটি খবর জানা যায় যে, ইলিয়াস আলী তার স্ত্রী তাহসিনার সঙ্গে কথা বলেছেন। মোবাইল ফোনে ওই কথার সূত্র ধরে র্যাব সেটি গাজীপুর এলাকা থেকে এসেছে এমনটা নিশ্চিত হলে পরে ওই অভিযান চালানো হয়।
উল্লেখ্য, এর আগে শনিবার দুপুরেও র্যাব-এর একজন মেজর ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনার তদন্তে তার বনানীর বাসায় যান। সেসময় তিনি তাহসিনা রুশদীর সঙ্গে বিস্তারিত কথা বলেন।
ইলিয়াস আলীর সন্ধানে গাজীপুরে গোয়েন্দারা বিকেল থেকে হঠাৎ করেই ব্যাপক তৎপরতা শুরু করেন। সন্ধ্যায় র্যাব ইলিয়াস আলীর স্ত্রীকে সদর উপজেলার পূবাইল ইউনিয়নের একটি বাড়িতে নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি গোয়েন্দা সংস্থার বিশ্বস্তসূত্র জানায়, ইলিয়াস আলীর স্ত্রীর কাছে খবর আসে যে, ইলিয়াস আলী গাজীপুরে কোথাও আটক রয়েছেন। এই ধরনের সংবাদের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাজীপুরের বিভিন্ন জায়গায় ব্যাপক তল্লাশি শুরু হয়।
অনুসন্ধানে জানা গেছে, সাড়ে ৪টা থেকে গাজীপুর সদর উপজেলার কাউলতিয়া ইউনিয়নের জোলারপাড় এলাকায় বেশ কিছু বাড়িঘরের তালিকা প্রস্তুত করে সাদা পোশাকধারী পুলিশ।
এই এলাকায় যারা বৃহত্তর সিলেট সহ দেশের বিভিন্ন জেলা থেকে জায়গা ক্রয় করে বাড়ি ঘর করেছেন তাদের তালিকা করা হচ্ছে।
সারা জেলায় গোয়েন্দা নজরদারী ও অনুসন্ধান চলছে। স্পর্শকাতর জায়গাগুলোতে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে।
পূবাইল বাজার সংলগ্ন বড় কয়ের গ্রামের ১৭টি বাড়িতে তল্লাশি চালায় র্যাব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।