মাঝে মাঝে বৃষ্টি দেখে হাত বাড়ানোর ইচ্ছে জাগে... ভেতর ভেতর যাই পুড়ে যাই, কেউ জানেনা আমার আগে...
আমি একদিন সন্ধ্যা হব
অন্ধকারে হারিয়ে ফেলে খুঁজবে যখন
বটের ধারে ধানসিঁড়িদের কান্না হবো।
মাঝির হঠাৎ অবাক ভুলে বৈঠা হারা নায়ের মতন
আমিও অমন ভেসেই যাবো।
পদ্মপাতায় জলের মতন
শিমুল তুলোর মনের মতন
আমিও সেদিন উবেই যাবো।
আমি একদিন পাখি হবো
একলা আকাশ একলা ডানায় চুপটি করে পারি দেব
সঙ্গে নেব গোপন কথা
ছোট্ট বুকের বিশাল ব্যাথা
ডানায় ডানায় মেঘের ভেতর সেসব কিছু ছড়িয়ে দেব
আমি একদিন কান্না হবো
নীল আকাশের কষ্ট ছুঁয়ে সমুদ্দুরে বৃষ্টি হবো।
হারিয়ে যাওয়া সেইতো ভালো।
যেমন ছিলাম রোজ থেকেও
তেমন করেই হারিয়ে যাবো।
আমি একদিন নিখোঁজ হবো...
----------------------------------
আমি একদিন নিখোঁজ হবো.../ সাদাত হোসাইন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।