আমাদের কথা খুঁজে নিন

   

২১ শে ফেব্রুয়ারী।

"B+"এই ব্লাড গ্রুপের মানুষেরা স্বাধীনচেতা, মেধাবী, নমনীয়, মনোযোগী, স্বাস্থ্যবান, সরল, দক্ষ, পরিকল্পনাবাদী, বাস্তববাদী,আবেগপ্রবণ এবং খুব বেশি রোমান্টিক হয়ে থাকে। *সুত্র: ৯০এর দশকের মাঝামাঝি প্রকাশিত"You and your Blood type"গ্রন্থে মানুষের ব্লাডগ্রুপ এর ব ফেব্রুয়ারির তপ্ত দুপুরে; মায়ের বুককে মরুভূমি বানিয়ে, বেদুয়িন কত সাহসী যুবক মিলিয়ে গেসে ঐ দিগন্ত নীলে। ভয় ছিল নাতো বুলেট বেওনেটে ! রাজপথের বিটুমিন কাপিয়ে সুরে , জীবনের জলন্ত শিখায় পানি ঢেলে , লড়েছে একটি ভাষা বাংলার জন্যে । নেভে নাই, তোমাদের চেতনার আলো, মরো নাই, তোমরা আছো বেঁচে, কোটি বাঙ্গালীর মন মসজিেদ, আলোর প্রদীপ হয়ে। সালাম সেই সব ভাষা সৈনিেক, স্রদ্ধায় মাথা নত তোমাতে ! তোমরা থাকবে বেঁচে মানুষের ভিড়ে, যতদিন ঐ সূর্য রবে আকাশে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।