আমাদের কথা খুঁজে নিন

   

ছেলেদের ২১ বছর বয়স........

জানতে চাই জানাতে চাই মেয়েরা একটা সময় পর্যন্ত ছেলেদের চেয়ে বেশি “Mature” হয়ে থাকে। সম্ভবত সেই সময়কাল ১৪-২০ বছর বয়স পর্যন্ত। এসময় অনেক কিছুই তারা বুঝে যেটা নিয়ে তখন ছেলেদের মাথাব্যথাই থাকে না। কিন্তু দুঃখের ব্যাপার হলেও সত্যি, তাদের সেই “Maturity” ওই সময়টাতেই আটকে যায়। বয়স বাড়ার সাথে সাথে আর বাড়ে না।

এজন্য তাদের কাছে ছোট খাটো সমস্যা গুলো বিশ াল হয়ে দাঁড়ায় এবং সেগুলো নিয়ে তাদের অভিযোগের অন্ত থাকে না। ঝগড়া চলতে থাকে ছোট ব্যাপারগুলো নিয়ে অথচ যেগুলো খুব সহজেই “Ignore” করতে পারতো যদি “Maturity” টাও বাড়তো। সেদিক থেকে ছেলেরা ২০ বছর পর্যন্ত উরাধুরা চললেও ২১ বছর থেকে ভাবতে শিখে। তাদের কাছে তখন “Emotion” আর ঝগড়া ঝাটি থেকে “Important” হয়ে দাঁড়ায় “Reality” এবং কাঁধে চেপে আসা অসংখ্য দায়িত্ব-কর্তব্য যেগুলো তার পরিবারের প্রতি; একইভাবে তার সাথে ঝগড়া করতে থাকা মানুষটির প্রতিও। এজন্যই তারা চায় ঝগড়া ঝাটির ব্যাপার গুলো “Ignore” করে বাকি সমস্যা গুলোর দিকে দৃষ্টি আরোপ করতে।

তখনো আবার তারা হয়ে যায় “Careless”, “Irresponsible” সেই ঝগড়া করতে থাকা মানুষটার চোখে। এটা স্পষ্টভাবেই “Maturity” এর অভাব হলেই শুধু সম্ভব! ছেলে বা মেয়েদের ছোট করার জন্যে বলা হয়নি কথা গুলো। শুধু মাত্র “Real Fact” টাই তুলে ধরা হয়েছে। এবং আমি জানি “Exceptional” কিছু লাখপতি বা কোটিপতির ছেলে ছাড়া এই ব্যাপারগুলো আমার মত সাধারণ সব ছেলেদের জীবনেই আসবে। আসতেই হবে।

এটাই নিয়ম সংগ্রহ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.