আমাদের কথা খুঁজে নিন

   

hacking এড়াতে windows 8 এর pictures password এবং pin password ব্যবহার করুন

Few Memories Are Pleasant, Few Memories Hurt You..........। মাইক্রোসফট windows 8 এ নিয়ে এসেছে নতুন কিছু features যা windows কে সত্যিই আকর্ষনীয় করে তুলেছে । এই নতুন features গুলোর মধ্যে অন্যতম picture password । অর্থাৎ আপনি picture এর সাহায্যে user account লক করতে পারবেন । নিচের ধাপগুলো অনুসরন করে তৈরী করুন picture password .... ১।

প্রথমে charms bar window টি open করুন। এরপর setting এ ক্লিক করুন তাহলে pc setting আসবে । ২। এরপর লেফট পানেল থেকে users option সিলেক্ট করুন । এরপর রাইট পানেল থেকে সিলেক্ট করুন create pictures password ।

৩। এক্ষেত্রে আপনার কাছ থেকে বর্তমানে ব্যবহৃত user password চাইবে । ৪। এরপর ক্লিক করুন choose picture । ৫।

picture library তে থাকা সকল ছবি দেখাবে । এখন আপনার পছন্দ মত ছবি সিলেক্ট করুন । ৬। এখন gesture সেট করতে হবে । অর্থাৎ কোন অংশটি password হিসাবে ব্যবহার করবেন টা সেট করতে হবে ।

gesture সেট করা যায় তিন ভাবে । ক) clicks আপনি ছবির বিভিন্ন জায়গায় ক্লিক করতে পারেন তবে ক্লিক করা স্থান গুলো আপনাকে মনে রাখতে হবে । খ ) straight lines line এর ক্ষেত্রে আপনাকে line এর দৈর্ঘ্য মনে রাখতে হবে । গ) circles এক্ষেত্রে আপনাকে circle এর size মনে রাখতে হবে । এইতো আপনার কাজ শেষ ।

তৈরী হয়ে গেলো picture password । সাথে আরো থাকছে কিভাবে পিন লগন সেট করতে হয় তার টিপস । ১। প্রথমে charms bar window টি open করুন। এরপর setting এ ক্লিক করুন তাহলে pc setting আসবে ।

২। এরপর লেফট পানেল থেকে users option সিলেক্ট করুন । এরপর রাইট পানেল থেকে সিলেক্ট করুন create pin । ৩। এক্ষেত্রে আপনার কাছ থেকে বর্তমানে ব্যবহৃত user password চাইবে ।

৪। এখন চার ডিজিট এর নতুন pin সংখ্যা দিন । এখন লগ অফ করুন । এরপর লগ অন করার চেষ্টা করুন দেখবেন আপনাকে তিনটা options দিবে লগ অন করার জন্য ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।