ফোতোয়া না ফতুয়া কোনটা সঠিক??
মনে হচ্ছে ফোতোয়াটাই ঠিক, কেননা ফোতোয়ার তো হাফ স্লিভ-ফুলস্লিভ বলে কিছু নেই। আবার হতেই পারে কথায় আছে,
"কৃষ্ণ করলে লীলা
আর আমি করলেই বীলা"
মোল্লারা যদি কোনো ফোতোয়া দেয় তাহলে তার অনুরক্ত মানুষ তারা পুরোটাই মেনে চলে। সত্যি বলতে তারা মেরুদন্ডহীন প্রানী কেননা যে মানুষ বিচার বিবেচনা না করে অন্যের কথা অন্ধভক্তের ন্যায় পালন করে সে আর যাই হোক মেরুদন্ডী প্রানী হতে পারেনা। সে সব অমেরুদন্ডী প্রানীরা হয়তো জানেনা ফোতোয়াবাজ মোল্লারা তার সিকি ভাগও মানেনা। তারা ফোতোয়া দেওয়া মাত্র চিৎপটাং।
তাদের একসাথে শেরাটনে গিয়ে মদ গিলতেও দেখা যায়।
শুনেছি কার্ল মার্ক্সকে কে বা কার জিজ্ঞেস করেছিল,
"আচ্ছা এই যে সবাই মার্ক্সবাদ বলতেই অজ্ঞান আপনি কি তা পালন করেন"??
উত্তরে মার্ক্স বলেছিলেন "আমি মার্ক্সবাদের প্রবর্তক আমি অনুসারী নই"
তাই মোল্লাদের ক্ষেত্রেও একই কথা বলা যায় তারা হাফ স্লিভ-ফুলস্লিভ ফোতোয়া দিয়েই খালাস, নিজের বেলায় স্লিভলেসই খোঁজেন।
শুনেছি ক্রিকেট খেলা নিয়েও নাকি মোল্লাদের ফোতোয়া আছে। ক্রিকেটে যেহেতু ক্যাচ ধরার সময় দুই হাত তালুবন্দী করতে হয়, ঐটা নাকি প্রনাম করা হয়, তাই ক্রিকেট খেলা নাযায়েয অথবা শিরক।
আর মেয়েদের ক্রিকেট খেলা নিয়ে কিছু বলা আমার উচিত নয় কেননা ওঁদের যে কোনো খেলায় মোল্লাদের দৃষ্টিতে হারাম এটা দুই-তিন বছরের বাচ্চাও না জানলেও বলে দিতে পারবে।
আমি জানতাম শাহদাত আঙ্গুলি ব্যবহার করে খেলাধুলা করা হারাম, যদি তাই হয় তাহলে ফুটবল খেলা হারাম নয়। আবার মাউস ব্যাবহার করে পোকার খেলাও হারাম হবে।
এক খান কথা সবাইরে কই
ফোতোয়া হাফ-ফুল যাই হোক
কিংবা স্লিভলেস,
মানলে সই না মানলে চুক্কা দই
তাই সাকিব, তামিম, নাসির দের কই
লোটা কামালের স্লিভলেস ফোতোয়াতে ভয় পাওয়ার কিছু নাই
আমরা ১৬ কোটি এখনো মরিনাই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।