মোবাইল নিয়ে বাপক ঝামেলায় আছি। আমি Samsung Galaxy Pop ব্যবহার করি যেটার ভার্সন ছিল Froyo , কিছুদিন আগে নেট থেকে আমার মোবাইলটির ভার্সন আপগ্রেড করি। এতে সেটা Froyo থেকে Gingerbread হয় । প্রথম প্রথম ভালই লাগল কিন্তু বাবহারের পর কিছু অদ্ভুত সমস্যার সম্মুখিন হলাম। যেমন আমি কিছু নির্দিষ্ট বাক্তির জন্য নির্দিষ্ট রিংটোন সেট করেছিলাম, সেটা ঠিকমত আর কাজ করে না।
মাঝে মাঝে wifi error দেখায়। সবচেয়ে যে সমস্যাটা মারাত্মক সেটা হল আমার আম্মু-র নাম্বারে অটোমেটিক কল চলে যায়। হয়ত মোবাইল টেবিল এর উপর রেখেছি। কিছুক্ষন পর আটোমেটিক কল চলে গিয়েছে। বিষয়টা কিছুটা অদ্ভুত।
এই অবস্থায় আমি কি করতে পারি? আমি কি আমার আগের ভার্সনে ফিরে যাব। যদি আগের ভার্সনে ফিরে যেতে চাই তাহলে কি ভাবে? অথবা আগের ভার্সনে ফিরে না গিয়ে এই সমস্যা সমাধান করা যায় কিনা? Android জ্ঞানী ভাইদের জানা থাকলে সাহায্য করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।