আমাদের কথা খুঁজে নিন

   

Android মজা [পর্ব-৪৭] :: এবার Android 2 Android ফোন দিয়ে ফ্রি কথা বলুন Bluetooth অথবা Wifi ব্যবহার করে !

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ১টি Apps! এই Apps দুটি দিয়ে আপনি Android To Android ফোনে ফ্রি কথা বলতে পারবেন, এবং কি বন্ধুর সাথে মজা করে কথা বলতে পারবেন, এই apps টির না হচ্ছে Bluefi এইটা দিয়ে আপনি চাইলে কোন অফিসে, বাসায়,স্কুল,কলেজ ইত্যাদি জায়গায় অল্প দুরুত্বে কথা বলতে পারবেন এখান থেকে ডাউনলোড করে নিন, আর ইন্সটলার করে নিচের নিয়ম অনুসারে কথা বলুন বন্ধুর সাথে। আমি নিজেও বন্ধুর সাথে অনেকক্ষণ মজা করে কথা বলে টিউন টি করলাম!

১।



২।

২। কম্পিউটার এ যেমন Control Panel নামে একটি অপশন আছে, তেমনি Android এর জন্য তৈরি হল Android Easy Panel, এখান শর্টকাট আকারে সবগুলো পাবেন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

বিঃদ্রঃ যার সাথে কথা বলবেন তার কাছেও Apps টি ইন্সটল থাকতে হবে, আর এটা ব্লুটুথ বা ওয়াইফাই নেটওয়ার্ক জোনের ভেতরেই থাকতে হবে !
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।


আল্লাহ হাফেজ।

সোর্স: http://www.techtunes.com.bd

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.