আমাদের কথা খুঁজে নিন

   

অছিলা ধরিবার নিয়ম

প্র্থমে আপন আপন চক্ষুদ্বয়কে বন্ব করবি। খেয়ালকে সবদিক হইতে ঘরাইয়া এককালীন দেল দরিয়ায় ডুবাইবে এবং আল্লাহতায়ালাকে অনুসন্ব্যান করিবে। আল্লাহপাক বলেন;''অফি আন ফুছেকুম আফালা তুবছেরন''-আমার নিদর্শনতো তোমাদের মধ্যেই আছে,তোমরা দেখ না কেন?(সূরা জারিয়াত:২১)খোদাতায়ালার নিদর্শন দেখিবার জন্য দেল দরিয়ায় ডুব দিবে। কিন্ত অছিলা ব্যতীত একা একা কষ্নিন কালেও দেল সমূদ্রে খেয়ালকে ডুবাইতে পারিবে না। এখানে প্র্রযোজন অছিলা বা মাধ্যমের।

আল্লাহপাক তদীয় কালামপাকে বলেন,''হে ঈমানদার বান্দা সকল|তোমরা আল্লাহকে ভয় কর এবং তাহাকে পাওয়ার জন্য অছিলা অন্বষণ কর। ''(সূরা মায়েদা:৩৫)সেই অছিলাই জামানার কামেল অলীসকল। বতমান জামানার শ্রেষ্ঠতম অছিলা,আরেফে কামেল,মোশেদে মোকাম্নল,হযরত খাজাবাবা এনায়েতপুরী(কূ)ছাহেব-যিনির পাক আত্নার তাওয়াজ্জুহ বলেতে লক্ষ লক্ষ মূদা দেল জেন্দা পীরের পাক কদম জড়াইয়া ধরিবে এবং আদব,বুদ্ধি মহব্বত ও সাহসের সাথে তেনার পাক দেলে দেলে মিশাইবে পার ,তবে তোমার দেলে গওহর পয়দা হইবে,গোলাপ ফুলের মত ফুটিয়া,মূদা.দেল জেন্দা হইবে। দেল ১৪ই রাএির পূণিমার চাঁদের মত উজ্জল হইবে। দেলে আল্লাহ জেকের জারী হইবে।

কখনও আর বন্ধ হইবে না {বিশ্বওলী খাজাবাবা ফুরিদপুরী(কুঃছেঃআঃ)ছাহেব} ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.