আজ একটা গল্প শুনাব। ঠিক যেন শেষ বিকাল এর মত এক বাবা তার পুত্র সন্তান কে নিয়ে ভীষণ ভাবে চিন্তিত। কেননা কলেজ উঠেই ছেলে যে তার ইঁচড়ে পাকা হয়ে গেছে। কলেজ এর হাওয়া গায়ে লাগতে না লাগতেই ছেলে তার ধুম্রশলাকা টানা শুরু করেছে। ছেলেকে কিভাবে বোঝাবেন তার কোন কুল-কিনারা খুঁজে পাচ্ছিলেন না।
সারা রাত তার ঘুম নেই। সকাল বেলা নাস্তার টেবিলে বাবা পুত্র এক সাথে নাস্তা করতে বসলেন।
বাবাঃ পড়াশুনার খবর কি?
পুত্রঃ ভালোই হচ্ছে।
বাবাঃ(কথার এক পর্যায়ে) আসলে আজ কাল যুগের ছেলেরা আগের মত আর নাই। আমাদের সময় ছেলেরা ধুম্রশলাকা টানত।
আসলে জানিস কি বাবা ধুম্রশলাকাতে আছে ভিটামিন এ, ক্যালসিয়াম, এবং প্রচুর পরিমানে আয়রন।
কথপোকথন এর এই পর্যায়ে ছেলে নিশ্চুপ। পরবর্তী ঘটনা খুবই সাধারন ছেলেটা ধুম্রশলাকা টানা ছেড়ে দিয়েছিল। নিশ্চয় টাকা খরচ করে ভিটামিন এ, ক্যালসিয়াম, এবং প্রচুর পরিমানে আয়রন গ্রহন করার তার খুব একটা ইচ্ছা ছিল না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।