আমাদের কথা খুঁজে নিন

   

█ ফেসবুক হ্যাকিং থেকে বাঁচতে সাধারন পদ্ধতি █

ইমেইল বা ফেইজবুকে ব্যবহৃত পাসওয়ার্ড সম্পর্কে সাবধান হোন। নিজের নাম, মোবাইল নম্বর, বন্ধু-বান্ধবীদের নাম, কিংবা নিজের জন্মদিন কিংবা ABC-123 ব্যবহার করবেন না। কঠিন-জটিল কিছু শব্দগুচ্ছ ব্যবহার করুন। আপনার কাছে যেন সহজ হয় যেমন --- জায়গা বা ব্যক্তির নামের আগে-পরে capital এবং lowercase শব্দ ব্যবহার করতে পারেন। এর মাঝে ঢুকিয়ে দিতে পারেন ১-৯ এর মধ্যে কিছু সংখ্যা।

পাসওয়ার্ড যত ছোট হবে হ্যাকিং এর সম্ভাবনাও তত বেড়ে যাবে। তাই পাসওয়ার্ড এর সংখ্যা ৬ এর অধিক যেমন ৮, ৯, ১২ হলে ভাল হয়। যদি পাসওয়ার্ড মনে রাখতে সমস্যা হয় তবে এমন কিছু শব্দসমষ্টি ব্যবহার করুন যা কেবল আপনি এবং খুব কম সংখ্যক বন্ধুরা জানেন। অথবা কোন নিরাপদ স্থানে পাসওয়ার্ডটি লিখে রাখুন। কিছু সাধারণ টিপস্ হ্যাকিং থেকে বাঁচতে দেওয়া হলোঃ- ↓↓ → নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন → ব্যাক্তিগত তথ্য প্রদানের ব্যাপারে মিতব্যায়ী হোন → যাকে তাকে ফ্রেন্ড বানানো থেকে বিরত থাকুন → না জেনে কোন লিঙ্ক এ ক্লিক করবেন না → আর্কষনীয় কোন লিং বা ইমোশনাল বা সেক্সচোয়াল লিং এ ক্লিক কারার আগে ভেবে নিন্তে ক্লিক করুন।

→ ইমেইল চেকিং এ সাবধানতা অবলম্বন করুন → ইমেইল পাসওয়ার্ড হালনাগাদ রাখুন ◘ এ-রকম অনেক কিছু জানার জন্য এই পেইজটিতে লাইক দেন প্রতিদিন কিছু না কিছু শিখতে পাবেন । সবগুলো পোষ্ট এক সাথে দেখার জন্য এখানে ক্লিক করুন । ধন্যবাদ সবাইকে লাইক করার জন্য ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।