ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
এক ভদ্রলোক তার খাটের নিচে একটি চোরকে লুকিয়ে থাকতে দেখে অবাক হলেন। চোরটিকে ধরতেই সে কেঁদে বলল, আমি চুরি করতে আসি নি। বন্ধুদের সাথে লুকোচুরি খেলতে এসে এখানে লুকিয়েছি।
: বন্ধুরা কই?
: পাশের বাড়িতে ডাকাতি করছে।
...........................
পুলিশ: এত রাতে রাস্তায় রাস্তায় ঘুরছেন।
এর কোনো পরিষ্কার ব্যাখ্যা দিতে পারবেন?
অভিযুক্ত: ব্যাখ্যা দিতে পারলে তো স্ত্রীকে বলে বাসাতেই ঢুকে পড়তাম।
...........................
ফায়ারিং স্কোয়াডে নেওয়া হলো এক কুখ্যাত খুনিকে। গুলি করে মারার আগে তাকে জিজ্ঞেস করা হলো তার শেষ ইচ্ছা কিছু আছে কি না। সে বলল-আছে।
‘কী সেটা?’
‘আমাকে একটি বুলেটপ্রুফ জ্যাকেট দেওয়া হোক।
’
...........................
থানায় গিয়ে এক ভদ্রমহিলা ইন্সপেক্টরকে বললেন, ‘আমার স্বামী গতকাল আলু কিনতে বাজারে গেছে, এখনো ফেরেনি। ’
ইন্সপেক্টরঃ আলুই রান্না করতে হবে এমন তো কোনো কথা নেই, অন্য সবজি রান্না করুন।
...........................
আম চুরি করতে একটি ছেলে গাছে উঠেছে। গাছের মালিক হাতেনাতে তাকে ধরে ফেলল।
‘ওই বদমাশ, আমার আমগাছে কী করছিস?’ ‘ইয়ে··· আঙ্কেল··· মানে কয়েকটি আম মাটিতে পড়েছিল, ওগুলো গাছে তুলে রাখছি।
’
...........................
কর্ডলেস টেলিফোনে ক্রিং ক্রিং। রিসিভার ওঠাল এক শিশু। তারপর ফিসফিস করে বলল, হ্যালো।
–হ্যালো, তোমার বাবা বাড়ি আছে?
–আছে, কিন্তু সে ব্যস্ত। -ফিসফিস করে বলল শিশুটি।
–মা আছে?
–হ্যাঁ, মা আছে। কিন্তু মাও ব্যস্ত। -আবার ফিসফিসে কণ্ঠ।
–তাহলে কার সঙ্গে কথা বলব? বাড়িতে আর কেউ আছে?
–আছে। পুলিশ কাকুরা আছে, দমকল কাকুরা আছে।
–তাহলে অন্তত তাদের কাউকে দাও। খুব জরুরি কথা আছে।
–তাদেরও ডাকা যাবে না। তারাও খুব ব্যস্ত।
–হায় ঈশ্বর! কী নিয়ে তারা এত ব্যস্ত?
–আমি লুকিয়ে আছি।
সবাই আমাকে খুঁজছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।