আমার ল্যাপটপের ওয়াইমেক্স কানেকশন দিয়া ওয়াইফাই হটস্পট বানাইলাম, কিন্তু মোবাইলের ওয়াইফাই দিয়া সার্চ করে পাইতেসি না। বুজলাম না কেস টা কি। হটস্পট চালু আসে, কিন্তু মোবাইলের ওয়াইফাই দিয়া সার্চ দিয়া পাই না। আমি Connectify Me softwear এবং windos 7 এর ডিফল্ট প্রোগ্রাম দুত দিয়েই ট্রাই করসি কিন্তু টাও পায় না। টেঁকি ভাই রা একটু হেল্পান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।