কানাডার টরোন্টো-ভিত্তিক ই-বুক রিডার নির্মাতা প্রতিষ্ঠান কোবো হাই ডেফিনেশন বা এইচডি মানের ই-বুক রিডার তৈরি করেছে। ৬.৮ ইঞ্চি মাপের ‘অউরা এইচডি’ নামের এ ই-বুক রিডারে হাই রেজুলেশনে ইলেক্ট্রনিক বই পড়া যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বাজার গবেষকেরা জানিয়েছেন, বাজারে আমাজনের তৈরি জনপ্রিয় ৬ ইঞ্চি মাপের ই-বুক রিডার পেপারহোয়াইটের তুলনায় অউরা এইচডিতে পিক্সেলের ঘনত্ব বেশি।
বর্তমান বাজারে ই-বুকের জনপ্রিয়তা বাড়ছে তবে সাদাকালো ই-বুক রিডারের জনপ্রিয়তায় ঘাটতি দেখা দিচ্ছে। বাজারের এ অবস্থায় কোবোর তৈরি ১৭০ মার্কিন ডলার দামের ই-বুক রিডার উল্লেখযোগ্য সাড়া ফেলতে পারবে বলেই আশা করছেন বাজার বিশ্লেষকরা।
প্রসঙ্গত, কোবো ইনকরপোরেশনের বর্তমান মালিকানা জাপানের রকুটেন নামের একটি রিটেইলার প্রতিষ্ঠানের। ২০১১ সালে রকুটেনকে কিনে নেয় কোবো ইনকরপোরেশন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।