জীবন চলা মানে প্রতিক্ষন জীবনান্তের দিকে এগিয়ে চলা
বড়শিতে বেধা মানুষটি
এটা হল চড়ক এখানে ঘুরানো হয়
আজ পহেলা বৈশাখ গতকাল ছিলো চৈত্র মাসের শেষ দিন এই দিন ত্যাগ ও তিতীক্ষার প্রতীক স্বরূপ হিন্দুরা শাকপাতা ও তিতা করলা দিয়ে আহার করে । এবং পহেলা বৈশাখে মাছ মাংশ দিয়ে আহার করে, হয়তো বা সারা বৎসর যেনো সুখাদ্য গ্রহন করে সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারে তেমন প্রত্যাশা থেকেই হয়তো এই আচার আচরন রীতি নীতি গুলো পালন করা হয় । চৈত্র সংক্রান্তিতে দিনাজপুর গিয়েছিলাম । অনেক আগে থেকেই চড়ক পূজার নাম শুনেছিলাম কখনো দেখিনি । দিনাজপুরের মহারাজার রাজবাড়ীর কাছে বিরাট একটি দিঘী আছে নাম সুখ সাগর এখানেই চড়ক পূজা হয় ।
(দিনাজপুরে অনেকগুলি সাগর আছে যেমন মাতা সাগর, আনন্দ সাগর, জুলুম সাগর, রাম সাগর, জুলুম নাম হয়েছে কারন ওটা খননের সময় যে ব্যক্তিই ঐ জায়গা অতিক্রম করতো তাকেই খনন কাজে লাগিয়ে দেওয়া হত বিনা পারিশ্রমিকে) চড়ক পূজার উদ্দেশ্য সম্পর্কে কেউ তেমন কিছু বলতে না পারলেও কথাবার্তা থেকে যেটুকু বুঝতে পারলাম তাহল সারা বৎসরের অপরাধ ও অন্যায় থেকে মুক্তির আশায় মানুষের প্রতিনিধি হিসাবে দেবতার কাছে দুঃখ ও যন্ত্রনা ভোগ করে পাপের ক্ষমা চাওয়া । চড়ক পূজা নাম থেকেই আচ করা যায় এটা চড়কী পূজা মানে মানুষকে শিক দিয়ে বানানো বড়শিতে গেথে শূন্যে উঠিয়ে ঘোরানো হয় । মানুষটির পিঠে বড়শি গাথার পূর্বে কিছু প্রক্রিয়া অনুসরন করা হয় ঐ সময় আমি উপস্থিত থাকতে পারিনি । তবে শুনেছি পিঠে ঘী মর্দন করা হয় সিদুঁর মাখানো হয় তারপর পিঠে দুটি বড়শি গাথা হয় । চড়কীর এক পার্শ্বে ভারসাম্য বজায় রাখার জন্য আরেক জনকে বেধে দেওয়া হয় ।
ছবি গুলি আপনাদের জন্য ।
প্রস্তুতি প্রায় শেষ ।
কলা গেথে দেওয়া হচ্ছে
আরও কলা যুক্ত করা হচ্ছে ।
কলা সহ বড়শি বেধা ।
চড়কীতে ঘুরাবার সময় কলা ছিটকে পড়বে যে পাবে তার সারা বৎসরের বিপদ আপদ দূর হবে বলে বিশ্বাস করা হয় ।
ভক্তরা পূজা দিয়েছে । পূজার অর্ঘ্য ।
বড়শিতে গাথা মানুষ ।
এই মানুষটি ।
মানুষজন টাকা দিচ্ছে আশীর্বাদ নিচ্ছে ।
চড়কীতে বাধা হচ্ছে ।
বাধা শেষ হয়েছে এখন ঘোরানোর জন্য প্রস্তুত ।
চড়কীতে ঘোরানো হচ্ছে ।
ঘোরানো শেষ এবং চড়ক পূজার এখানেই সমাপ্তী ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।