আমাদের কথা খুঁজে নিন

   

হালখাতাঃ মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা

হারিয়ে গেছি হারিয়ে গেছি হারিয়ে গেছি ওরে, হারিয়ে গেছি অন্ধরাতে শিশির ভেজা ভোরে । হারিয়ে গেছি ভোরের আলোয় আজকে সারা দিন, হারিয়ে গেছি রাতের কালোয় বাজছে সাপের বীণ। হারিয়ে গেছি রক্ত লালে হারিয়ে গেছি ভাই, হারিয়ে গেছি শূন্য মাঝে আর যে আমি নাই । লজ্জা ভীষন লজ্জাঃ আজকে আমার অনেক ছোট বেলার এক মেলার কথা মনে পড়ছে , সে মেলা বৈশাখের প্রথম দিনে হয়েছিল । সেবার আমি বাতাসা নামের মিষ্টি বস্তুটার সাথে প্রথম পরিচিত হলাম আর অবাক বিস্ময়ে মানুষের মত কথাবলা পুতুলের নাচ দেখলাম ।

আমি সেদিন অনেক অনেক খেলনা কিনেছিলাম , সে খেলনাগুলো হারিয়ে গেছে কিন্তু স্মৃতি সে তো চির জাজ্বল্যমান । আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই , হারিয়ে যেতে পারি ছেলেবেলায় ! রাত পোহালে ঠিক সেরকমই একটা পহেলা বৈশাখ আসছে । সময়ের পরিক্রমায় বাতাসা , পুতুল নাচ এগুলো প্রায় হারিয়ে গেছে , হারিয়ে গেছে আমার ছেলেবেলায় সে বিস্ময়টুকুও । ইট পাথরের মেকি উৎসব আমার প্রানে দোলা জাগাতে পারেনা । আমাদের উৎসবে হিন্দি কিংবা ইংরেজি গানের সাথে আমি চিৎকার দিয়ে উঠতে পারিনা ।

পেটের দায়ে খেটে খাওয়া দরিদ্র মানুষের নিত্য আহার এর সাথে হাজার টাকার মাছ , ঘি দিয়ে কড়কড়া ভাজা মরিচ, মিহি লবন আর পেঁয়াজ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে পারিনা । শুধুমাত্র একদিনের জন্য বাঙ্গালী হতে আমার খুব লজ্জা লাগে , খুব ! জানা দরকারঃ আমাদের বাংলা তারিখ গননা শুরু হয় সূর্য উঠার সময় থেকে , রাত বারোটার পরে না কিন্তু । বাংলা সনের প্রবর্তন করেন মোঘল সম্রাট জালালউদ্দীন মোহাম্মদ আকবর । এবছর পহেলা বৈশাখের মাধ্যমে ১৪১৯ বঙ্গাব্দ সালের সূচনা হবে । আহা কি আনন্দ আকাশে বাতাসেঃ আমরা জাতীয়ভাবে খুব কমই একসাথ হতে পারি ।

বৈশাখের প্রথম দিনে সবাই একসাথ হয়ে যাই । সবাই আনন্দ ভাগাভাগি করি । বর্তমানে ধর্মীয় , সামাজিক সংকীর্নতা ঝেড়ে ফেলে নববর্ষের এ দিনটি আমাদের সকলকে এক করে আজ জাতীয় উৎসবে পরিনত হয়েছে । আমরা এ দিনটিতে পুরনো দুখ-কষ্ট ভুলে যেয়ে নতুন করে জীবনকে সাজানোর শপথ করি । সকলের মঙ্গল কামনা করি ।

বৈশাখ প্রচন্ড গরম কিছুই আমাদের গান গাওয়া থেকে বিরত রাখতে পারে না , হই-হুল্লোড় থেকে ফেরাতে পারেনা । আমরা যারা সুরের কিছুই বুঝিনা তারাও গুন গুন করে গাইতে থাকি , এসো হে বৈশাখ...... আমাদের মাঝে নানা রকম কৃত্রিমতা ঢুকে গেলেও এ দিনটি আমাদের প্রানের উৎসব , বিশ্বে আমাদের সংস্কৃতি তুলে ধরার উৎসব । আমাদের দেশ , আমাদের সংস্কৃতি আমাদের ভাষার প্রতি আমাদের আবেগ নতুন করে জাগ্রত করে তোলার উৎসব । এ দিনটিতেই অনেক নাম না জানা পল্লীগানগুলো নগর জীবনে পরিচয় করিয়ে দেওয়া হয় । নিজের শেখড়কে নতুন করে চেনা কারনেইতো এ দিনটি এত আনন্দের , সত্যিকার ভালবাসার আনন্দ ।

একটা কথা বলতে হয় যে, দিনদিন আমরা সাবাই অন্তঃসারশুন্য হয়ে যেয়ে ভিনদেশী সংস্কৃতির অনুপ্রবেশ ঘটাচ্ছি । এটা একটা নির্দিষ্ট দিন , এটা এক জাতির সংস্কৃতি বিশ্বব্যপী পরিচয় করিয়ে দেওয়ার দিন । নিজেদের এত সমৃদ্ধ সংস্কৃতি থাকতে অন্যেরটা কেন অনুসরন করব ? ভাইয়ারা-আপুরা আমার আগোছালো ছোট্ট লেখায় তোমাদের সবার জন্য শুভকামনা থাকল । হালখাতায় তোমাদের পাওনা এক সমুদ্র ভালোবাসা পাঠিয়ে দিলাম । তোমরা নিয়ে নিও ।

-সিফাত  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।