যুক্তি দিয়ে কথার মারপ্যাচ ভালোই বুঝি... সবাইকে পহেলা বৈশাখের অগ্রীম শুভেচ্ছা... সবাই পান্তা ইলিশ বাদ দিয়ে পান্তা রুই/কই/চিংড়ী/শিং খাওয়া শুরু করুন। দেখবেন ইলিশের দাম ১০-৫০ টাকার মধ্যে চলে আসবে। তখন আবার নতুন করে ইলিশ খাওয়া শুরু করবেন। আপনারা এক কাজ করতে পারেন, ২৫০-৫০০ টাকা দিয়ে পান্তা ইলিশ না কিনে কোনো গরীব মানুষের বাসা/বস্তিতে চলে যান। তাদেরকে এই টাকা দিয়ে আসল পান্তা ইলিশ খেয়ে আসেন। আর আপনি বড় বড় যায়গায় পান্তা চাইবেন তারা পান্তার বদলে ভাত রান্নার পরই পানিতে ভিজিয়ে খাওয়াবে। শুনেন, বছরের শেষ দিন। গালাগাল দিবেন না। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অগ্রিম শুভেচ্ছা তবে সাবধান বেশি পান্তা খেয়ে সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেবেন না। কারন আপনার জন্য কেউ না কেউ অপেক্ষা করবে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।