চন্দ্রবিন্দু ও আরও অনেকে, হেঁটে হেঁটে, প্রতিটি শব্দ আমাদের, পার হয়ে যায়... সোমালি জলদস্যুরা রয়েল গ্রেস নামে একটি ট্যাংকার ছিনতাই করেছ গত ২ মার্চ। সেই জাহাজে একজন বাংলাদেশি নাবিক আছেন। সমকাল নিউজটি রিপোর্ট করেছে আজকে, কিন্তু সেই সাথে এটাও লিখেছে যে, জাহাজের মালিক নাকি জাহাজ ছিনতাইয়ের ঘটনা জানতে পেরেছে গত ৯ এপ্রিল। সমকালের নিউজ লিংক: Click This Link তথ্যটা কতটুকু বিশ্বাসযোগ্য? জাহাজের মালিক নাকি এক মাস সাত দিন পর নিজের জাহাজের ছিনতাইয়ের খবর পান! তবে গত ৭ মার্চ পাঠানো কারো ব্যক্তিগত মেইলে রয়েল গ্রেস জাহাজ ছিনতাইয়ের ঘটনা সম্পর্কিত একটি লিংকে দেখা যায় যে, জাহাজের মালিক তার জাহাজ ছিনতাইয়ের খবর ৪ মার্চই পেয়ে যান। মেইলের স্ক্রিন শট: লিংক: Click This Link কোনটা বিশ্বাস করুম? আমাদের দৈনিক পত্রিকা গুলো বাংলাদেশি নাবিকের কোনো রকম ডিটেইলস ও দিতে পারে নাই। বি দ্র : ঐ জাহাজে ১ জন বাংলাদেশি সহ, ১৭ জন ভারতীয়, ৩ জন নাইজেরিয়ান ও ১ জন পাকিস্তানী আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।