আমাদের কথা খুঁজে নিন

   

হিবিজিবির ভ্রমণ/ছবি ব্লগঃ ভিয়েনা, অস্ট্রিয়া-১!!! গন্তব্য Schönbrunn Palace and Garden !

You can't buy love on eBay. এই ছবিটি ইন্টারনেট থেকে নেয়া। জার্মান শব্দ Schönbrunn অর্থ Beautiful Spring যার বাংলা সুন্দর ঝরর্না। Schönbrunn প্রাসাদ ছিল তৎকালীন রাজপরিবারের গ্রীষ্মকালীন বাসস্থান। আর এই প্রাসাদ ঘিরে যে বাগান সেখানে রাজারা শিকার করত। Schönbrunn প্রাসাদ এবং এটি ঘিরে যে বাগান/পার্ক আছে তা ৪৩৫ একর জায়গার উপর প্রতিষ্ঠিত।

ভিয়েনা সিটি সেন্টার থেকে এই কমপ্লেক্সের দুরত্ব ৬ কি,মি। তবে আন্ডারগ্রাউন্ড মেট্রো দিয়ে খুব সহজে যাওয়া যায়। আপনি যদি কখনও এই বিশাল কমপ্লেক্স ঘুরে দেখতে চান তাহলে আপনাকে কমপক্ষে অর্ধদিন সময় হাতে রাখতে হবে। এটি ইউনেস্কো ঘোষিত অন্যতম World Cultural Heritage এবং অস্ট্রিয়ার অন্যতম পর্যটন আকর্ষণ। ছবি আর সংক্ষিপ্ত বর্ননায় চলুন এই জায়গাটি ঘুরে আসি!! Schönbrunn কমপ্লেক্স ও পার্ক সম্পর্কে কিছু তথ্যঃ Schönbrunn প্রাসাদের নির্মান কাজ শুরু হয় ১৬৯৬ সালে আর শেষ হয় ১৭৮০ সালে।

সম্রাট Maximilian II এই জায়গাটি প্রথম দখল করেন এবং এটিকে শিকার করার জন্য ব্যবহার করেন। তার পুত্র সম্রাট Matthias এখানে শিকার করতে এসে একটি ঝর্ণা দেখতে পান এবং বিস্ময় সুরে বলেন So ein schöner Brunnen' (what a beautiful spring), এর পর থেকে এই জায়গার নাম হয়ে যায় Schönbrunn. প্রধান ভবন ভবনের সামনের ফোয়ারা ফোয়ারার সামনে থেকে এই প্রাসাদ কমপ্লেক্সটিতে আছে ১৪৪১টি রুম যার মধ্যথেকে মাত্র ৪০টি রুম পর্যটকদের দেখানো হয়। সেখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন রাজকীয় স্মৃতি ও সংগ্রহ। প্রধান ভবনটির পিছনের দিক প্রধান ভবনটির পিছনের দিক পার্ক/বাগানঃ এই কমপ্লেক্সের সামনে পিছনে বিশাল উন্মুক্ত জায়গা। পিছনের উন্মুক্ত অংশে আছে ফুল বাগান।

চমৎকার করে সাজানো, আসলেই জোশ! ফুল বাগানের পরেই আছে এই পার্কের অন্যতম আকর্ষণ Neptune Fountain(monumental fountain)। পার্কের বাম এবং ডান প্রান্তে আরো দুটি Neptune Fountain আছে এবং দেখতে অনেকটা একই রকম। চলুন এই অংশের কিছু ছবি দেখি- Neptune Fountain(monumental fountain) Neptune Fountain(monumental fountain) Neptune Fountain(monumental fountain) Neptune Fountain(monumental fountain) Gloriette এটিকে বলা হয় এই পার্কের মুকুট। এটি মূল প্রসাদ থেকে ৬০ মিটার উঁচুতে অবস্থিত। এখান থেকে আপনি Schönbrunn Palace and Garden এর এক নয়নাভিরাম দৃশ্য অবলোকন করতে পারবেন! যা না দেখলে আসলেই প্রকাশ করা সম্ভব না!! পুরু পার্ক, বাগান, প্রাসাদ কমপ্লেক্স ছাড়াও আপনি ভিয়েনা সিটির একাংশ দেখতে পাবেন এখান থেকে।

এটি ১৭৭৫ সালে তৈরি হয়। বর্তমানে এর ভিতর একটি কফি হাউজ আছে। পাহাড়ে উঠার ক্লান্তি দূর করতে এক কাপ কফিই যথেষ্ট! এই যায়গা থেকে তোলা কিছু ছবি- অন্যান্য আকর্ষনঃ এই ছবিটি ইন্টারনেট থেকে নেয়া। পাম হাউজ- পার্কের পশ্চিম পার্শ্বে স্টিল আর গ্লাসের তৈরি বিশাল গ্রীন হাউজ। এটিই পাম হাউজ।

এটি ১৮৮৩ সালে তৈরি হয়। এখানে পাবেন বিভিন্ন প্রকার বিদেশী (যা ইউরোপে জন্মে না!!) গাছপালা। এটি অস্ট্রিয়ার সবচেয়ে বড় গ্রীন হাউজ। চিড়িয়াখানাঃ এটি বিশ্বের সবচেয়ে পুরাতন চিড়িয়াখানা! এটি মূলত বিদেশী (Exotic) প্রানীর সংগ্রহশালা। এখানে আছে বিশ্বের সবচেয়ে বড় পান্ডা! এই ছবিটি ইন্টারনেট থেকে নেয়া।

এছাড়াও এই কমপ্লেক্সে আছে বাচ্চাদের জন্য একটি চমৎকার পার্ক! এই পার্কের গাছগুলো বিশেষ ভাবে কাটা/চাটাই করা হয়, যে দিকেই তাকান মনে হবে একই রকম। এছাড়াও বিভিন্ন ধরণের মনোমেন্ট আর ভাস্কর্যে চমৎকার ভাবে সাজানো এই পার্ক! কেউ যদি এই কমপ্লেক্সের • গিগাপিক্সেল ভিউ দেখতে চান নিচের লিংক থেকে ঘুরে আসতে পারেন! Schönbrunn Gigapixel Panorama (12.000 Megapixel) ছবিঃ নিজস্ব এ্যালবাম! (কয়েকটা ছবি ইন্টারনেট থেকে নেয়া!) বি,দ্র, - আমি বৃষ্টি বিঘ্নিত দিনে ঘুরতে গেছিলাম আর যেহেতু আমি প্রফেশনাল ফটোগ্রাফারও না তাই ছবি গুলো কাঙ্ক্ষিত মানের না!! সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।