জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
২৫ বছর আগে বর পক্ষের দুষ্ট ছেলেরা উকি মেরে নতুন বউকে দেখার চেষ্টা করতো। আর এখন?
চিঠি-মোবাইল-ক্যামেরাঃ
২৫বছর আগে-------------------
সেই সময়ে আমার কয়েকজন বন্ধুকে নিয়মিত চিঠি লিখতাম। তারাও আমাকে চিঠি দিত। বাড়ীতে প্রবাসী পরিবারকে প্রবাস থেকে পাঠানো চিঠি পড়ে শুনাতাম।
সেই সময় প্রবাসীরা ক্যাসেট এ কথা বলে পাঠাত। ক্যাসেটের কথাগুলো পরিবারের সবাই মন দিয়ে শুনতো। আবার তারাও কথা বলে পাঠাত। বর্তমানে চিঠির আদান প্রদান নেই বললেই চলে। সবাই মোবাইল-ইন্টারনেট ব্যবহার করছে।
এসএমএস, ই-মেইল, ভিডিও চ্যাট করছে। আগামীতে থ্রিজি প্রযুক্তির মাধ্যমে মোবাইলে একজন আরেকজনকে দেখবে। (প্রবাসে অনেক আগে থেকেই ভিডিও কল করে আসছি) সেই সময় ক্যামেরা দিয়ে ছবি তুলে রিল ওয়াশ করে ভাল ছবিগুলো প্রিন্ট করতাম। কোন ভাল আবার কোনটা ভাল না বোঝার কোন উপায় ছিল না। বর্তমানে ডিজিটাল ক্যামেরা দিয়ে হাজার ও ছবি তোলা যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।