আমাদের কথা খুঁজে নিন

   

শেষ বিকেলের আলোয় দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার

প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা মূল খবর পড়ুন এখানে আরো পড়ুন >> দূর্দমনীয় রোনালদোর হ্যাটট্রিকে ৪-১ গোলে জিতলো রিয়াল মাদ্রিদ আইপিএলের গত চার মৌসুমঃ মার্শ আর মালিঙ্গাই সেরা আবারও পাঁচ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনলো অস্ট্রেলিয়া। সেবার ২০০৭ বিশ্বকাপের ফাইনালে শেষ বিকেলের আলোয় ম্যাচ জিতে নিয়েছিল অসিরা। পাঁচ বছর পরে আবারও সেই শেষ বিকেলের স্তিমিত হয়ে যাওয়া আলোয় দুর্দান্ত এক ম্যাচ জিতে নিল মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া। ব্রিজটাউন টেষ্টে ওয়েষ্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারালো অসিরা। ম্যাচের শেষ দিনে অস্ট্রেলিয়ার অবস্থাটাও ছিল নিস্প্রভ হয়ে যাওয়া আলোর মতোই।

শেষ দিনে অসিদের সামনে ১৯২ রানের টার্গেট দাঁড় করায় ওয়েষ্ট ইন্ডিজ। হাতে ছিল মাত্র ২ সেশন। এমন অবস্থায় টার্গেট অনেকটা কঠনই ছিল। তার ওপর টপ অর্ডারের ধীর গতির সূচনা ও মিডল অর্ডারে ধস নামায় অস্ট্রেলিয়ার পরাজয় অবধারিতই মনে হচ্ছিল। কিন্তু আবারও অস্ট্রেলিয়াকে রক্ষা করে দুর্দান্ত এক জয় এনে দিলেন বাঁহাতি মাইকেল হাসি।

ম্যাচের এক উত্তেজনাকর মুহূর্তে হাসিকে ফিরিয়ে দেন কেমার রোচ। তখনও জয়ের জন্য ৩ রান প্রয়োজন অসিদের। শেষ পর্যন্ত দুই বোলার রায়ান হ্যারিস ও বেন হিলফেনাস দলকে জয়ের বন্দরে নিয়ে যান। অস্ট্রেলিয়ার পক্ষে শেন ওয়াটসন ৫২ রান করেন। এছাড়া মাইকেল হাসি ২ চার ও ২ ছয়ে ম্যাচ উইনিং ৩২ রানের ইনিংস খেলেন।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করে শিবিনারায়নের অপরাজিত শতকে ৪৪৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ব্যাট করে ৪০৬ রান করে অসিরা। ৪৩ রানে এগিয়ে থেকে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৪৮ রানে শেষ হয়ে যায় স্বাগতিকরা। ফলে অসিদের সামনে টার্গেট দাঁড়ায় ১৯২ রানের। দিনের শেষ বেলায় ক্রিকেটাররা আম্পায়ারদের কাছে আলো স্বল্পতার ব্যাপারে জানালেও খেলা চালিয়ে আওয়ার সিদ্ধান্ত নেন দুই আম্পায়ার।

তবে শেষ পর্যন্ত অসিদের দুর্দান্ত জয়ে অন্যরকম এক আলোয় উদ্ভাসিত হল ব্রিজটাউনের কেনসিংটন ওভাল স্টেডিয়াম। এ টেষ্টের মধ্য দিয়ে অস্ট্রেলিয়া দলে অভিষেক হল উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েডের। অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিস ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। স্কোরঃ ওয়েষ্ট ইন্ডিজ ১ম ইনিংসঃ ৪৪৯/৯ (চন্দরপল ১০৯, এডোয়ারডস ৬১, হ্যারিস ২/৮১) ও ২য় ইনিংসঃ ১৪৮/১০ (ব্রাভো ৩২, রোচ ২৫, হিলফেনাস ৪/২৭) অস্ট্রেলিয়া ১ম ইনিংসঃ ৪০৬/১০ (ক্লার্ক ৭৩, হ্যারিস ৬৮, রোচ ৩/৭২) ও ২য় ইনিংসঃ ১৯২/৭ (ওয়াটসন ৫২, হাসি ৩২, ডিনারাইন ৪/৫৩) ফলঃ অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচঃ রায়ান হ্যারিস (অস্ট্রেলিয়া) সিটির জয়ের রাতে ইউনাইটেডের পরাজয় বিপিএলের দ্বিতীয় আসরে ভারতের ক্রিকেটাররা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।