.......... আমি খুব খুসি হয়েছিলাম, আজি বর্ষার প্রথম ঝরা দেখে দেখেছিনু মোর গভির নিদ্রা জেগে। চমকিয়া গগন গর্জিল মেঘ বহিলো পবন লয়ে রুধ্র বেগ, আমি বাদলের আশে রাত জেগে রইলাম। আমি খুব খুসি হয়েছিলাম। কিছুক্ষণ থামিয়া ঘন মাতাইয়া এলো বর্ষার প্রথম অশ্রুধারা, রাত জেগে জেগে দেখেনু তা; ঘুম করে সারা। ধুয়ে মুছে সব কালিমা ধরার নিরংকুশ রুপে সাজাইলো মুর্তি, মোর রাত জাগা আজি স্বার্থক হলো বর্ষার সাথে করে ফুর্তি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।