আমাদের কথা খুঁজে নিন

   

সুমাত্রায় ৮.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতাঃ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া সুনামির আশঙ্কা নাকচ করেছে।

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৮ দশমিক ৬ মাত্রার প্রবল ভূমিকম্পের পর ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর- ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ৩টা ৩৮ মিনিটে সুমাত্রার এ ভূমিকম্পনের কেন্দ্র ছিল বান্দা আচেহ থেকে ৪৩৪ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে। এর পরপরই প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে ভারত মহাসাগর সংলগ্ন ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, যুক্তরাজ্য, মালয়শিয়া, বাংলাদেশ, মরিশাস, মৌরতানিয়া, পাকিস্তান, সোমালিয়া, ওমান, মাদাগাস্কার, ইরান, আরব আমিরাত, ইয়েমেন, তানঞ্জানিয়া, মোজাম্বিক, কেনিয়া, সাউথ আফ্রিকা, সিঙ্গাপুরসহ আরো কয়েকটি দেশের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। এতে বড় ধরনের সুনামির আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কর্তৃপক্ষ বলছে আশঙ্কার কিছু নেই।

সুনামি সতর্কতা কেন্দ্র বড় ধরনের সুনামির আশঙ্কা কেটে গেছে বলে জানিয়েছে। হাওয়াই দ্বীপপুঞ্জের ভূপদার্থবিদ ভিক্টর সারদিনা রয়টার্সকে বলেন, “বড় ধরনের কোনো সুনামি আসছে বলে মনে হচ্ছে না। তবে আমরা এখনো বড় কিছু ঘটছে কিনা সেদিকে লক্ষ্য রাখছি। ” আচেহ প্রদেশে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাঙ ইয়োধইয়োনো। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, আচেহ প্রদেশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং বিপদ সংকেতের মুখে মানুষজন উঁচু স্থানে আশ্রয় নিচ্ছে।

সংস্থার মুখপাত্র সুতোপো বলেন, “বিদ্যুৎ নেই। অপেক্ষাকৃত উঁচু স্থানে যাওয়ার জন্য যানজট লেগে গেছে। এ ছাড়া মসজিদ থেকে কুরআন পাঠ করা হচ্ছে ও সাইরেন বাজানো হচ্ছে। ” তবে বিপর্যয় ঘটার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন ইয়োধইয়োনো। জাকার্তা সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সুনামির আশঙ্কা নেই।

তারপরও আমরা সতর্ক রয়েছি। ” আচেহ’র পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে লোকজন এখনো কিছুটা আতঙ্কে আছে এবং আচেহ প্রদেশে একটি ত্রাণদল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ইয়োধইয়োনো। সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। থাইল্যান্ডের ছয়টি প্রদেশে উপকূলবর্তী মানুষদেরকেও উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

থাইল্যান্ডের আবহাওয়া বিভাগের উপপ্রধান সোমচাই বাইমুঙ জানান, থাইল্যান্ডের ফুকেট, ফাঙ না এবং আন্দামান দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আন্দামান সাগর উপকূলের প্রাদেশিক কর্মকর্তা ও উপকূল রক্ষীদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিকম্প অনুভূত হয়েছে শ্রীলংকা এবং থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটেও। ২০০৪ সালের সুনামিতে দেশদুটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ২০০৪ সালে ইন্দোনেশিয়ার এ অঞ্চলটিতে ভয়াবহ সুনামিতে প্রায় ১ লাখ ৭০ হাজার লোক প্রাণ হারায়।

পুরো ভারত মহাসাগরীয় অঞ্চলের ১৩ টি দেশে মোট আড়াই লাখ মানুষ এ সুনামিতে মারা যায়। তবে এবার সেরকম কিছু ঘটার আশঙ্কায় লোকজনকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন শ্রীলংকার বিপর্যয় ব্যবস্থাপনা মন্ত্রী মাহিন্দা অমরাবীরা। তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানান এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেন। ওদিকে, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়াও সুনামির আশঙ্কা নাকচ করেছে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।