........ আজ প্রথম আলোর সোমবারের ফান ফিচার আয়োজন রস+আলোতে আলিম আল রাজির ফেসবুক চ্যাট যেভাবে প্রেমের দিকে গড়ায় লেখাটি প্রকাশিত হয়েছে । প্রথমে মনে হয়েছিল এই লেখা পড়ে যদি ছেলেপিলে বাস্তবে প্র্যোগ করার চেষ্টা করে তাহলে??? পরে ভাবলাম, দিন তো বদলায়া গেছে, যা যা লেখা হইসে তা তো আজকালকার পোলাপাইনের কাছে তো ডালভাতের বরাবর, কাজেই অতটা গা করলাম না । অনলাইন এডিশনের এই লেখাটার নিচে দেখি প্রায় ৫০টারও বেশি মন্তব্য(বর্তমানে ৯৬টা) । এইবার একটু চমকালাম, কারণ মূল পেপারের বাইরের কোন লেখায় এত মন্তব্য হতে পারে এইটা আগে দেখিনাই । যাই হোক কিছু কিছু মন্তব্য পড়ে আমি তো পুরাই টাস্কা খায়া গেলাম......তো আসুন পড়ে নেই সেই মজার কমেন্টগুলি......
prothom-alo এক তা অনেক ভালো newspaper।
দয়া করে এইসব ফালতু কলাম না সাপিয়ে এটার মান বজায় রাখুন।
(ইনি মনে হয় মিঃ বিএসটিআই)
Is this supposed to be a joke or do you expect us to take this report seriously? Dear Mr Alim Razi, this report is incomplete because it lacks point!!! yes, it is pointless and uninteresting. When I saw the title, i expected a report that will examine social medias' impact on our present day society. However, all I got was a chat history of you and your ex-girlfriend (forgive me if i'm wrong). According to CIA.Gov the total no. of people that enjoy access to internet personally in Bangladesh is just over half a million.(about 6 lakh) It is important to keep this in mind because, with a population of over 160 million+, we the people of Bangladesh deserve better news than this....hell, this isnt even news. (ইনি আবার গবেষক)
এই সব আবোল তাবোল শিক্ষা না দিয়ে ভালো কিছু শিখান. এমনিতেই পোলাপান রা এইগুলা ভালই জানে. (ই্নাকে জাতীয় শিক্ষার্থীর পুরস্কার দেয়া হোক)
এটা পত্রিকায় আসার মতো কোন খবর হলো। মাঝে মধ্যে প্রথম আলোর কিছু খবর দেখে খুবই খারাপ লাগে। এসব কি না ছাপলেই নয়।
খবরটা মূল পত্রিকায় না ছাপিয়ে রম্য পত্রিকায় ছাপালে ভাল হত... (এইটা উনি কি কইলেন?)
এ সব খবর কি ভাবে ছাপায় সত্যি অবাক লাগে।
এ সব সমাজের কোন উপকার আসবে? এ গুলু নতুন প্রজন্মকে আরো বিপদ গামী করে তুলবে ।
অবশেষে আসল কথা......
ফান ম্যাগাজিনে সিরিয়াস মন্তব্যগুলো হলো সবচেয়ে বড় ফান.............
অন্যদিকে আসিফ মেহদীর দ্য লোডশেডিং রিটার্নস নামক বিদ্রুপাত্নক লেখাটিতে ২টা ঝাঁঝালো(!) কমেন্ট......
বালখেল্ল একটি প্রবন্ধ। এত লিখল। কিন্তু কারণ কি এবং কি করনীয় সে বিষয়ে কিছুই বলল না। আতেল গিরি একেই বলে।
লেখাটির কোন গুনগতমান খুজে পেলাম না .আমার মতে দেশকে লোডশেডিং মুক্ত রাখার বিদ্যুত্ উতপাদনের ক্ষমতা এখন বাংলাদেশের আছে .তার প্রমান এশিয়া কাপ ফাইনালের দিন নিরবিচ্ছন্ন বিদ্যুত্ ছিল । মুহিত সাহেবদের বুদ্ধি কারনে ভর্তুকি কমাতেই আমরা বিদ্যুত পাচ্ছিনা । (আম্বা টেস্ট পজিটিভ!) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।