আমাদের কথা খুঁজে নিন

   

কাঁদাবো না, তুমিই কাঁদবে

এই, কেমন আছো? বিরক্ত হচ্ছো না তো? আমি কেমন আছি? হ্যাঁ, ভালো এইতো, ডিজিটাল তুলিতে তোমার দেহের উপরিভাগ রাঙিয়ে দিচ্ছি… সঙ্গী আমি পেয়েছি একখানা বিদ্যায় গড়িয়সি, সামাজিকতায় সমকালীন ভূষনে আধুনিক, আর চিত্তহরণে যাদুকরি এই যে, সবেমাত্র সকাল সাতটা বাজে তোমাকে দেখলাম ল্যাপটপের স্ক্রীনে আলাদিনের গল্পের মতো আমারকাছে কোনো যাদু নেই যে, মন্ত্র পড়ে ফুঁ দিলেই তুমি কোথায়- কি করছো সব চলে আসবে… তবুও এ মন তোমাকে দেখতে চাইলে ভাবি, তুমিতো আমার ল্যাপটপের স্ক্রীনের পেছনেই থাকো সবসময় সেটি একটু তুললেই হলো যেভাবে, যেদিক থেকে ইচ্ছে তোমাকে দেখতে পাই তুমিতো জেনেছো- ফটোশপে হাতেখড়ি ছিল সত্যি তবে, এভাবে কারো এমন ছবি এডিট করা হয়নি কখনো শুধু তোমার… প্রিয়া, তুমিইতো আমাকে ‘ভালোবাসা’ আর ‘জয়’ এর সংজ্ঞা শিখিয়েছিলে? বলেছিলে- ভালবাসা চিরদিন রয় আর জয় হলে তার ক্ষয় হয়… আমার চাওয়া ‘ভালবাসা’ শুধু ‘ভালবাসা’, আর কিচ্ছু না নির্মলেন্দু গুণের ভাষায় বলবো, “কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক...” তোমাকে যে কীভাবে খুঁজে বের করলাম তার ইতিহাসতো জানোই বুকে নেমপ্লেটে লেখা নাম দেখা তারপর ফেসবুক, মেসেজ, বন্ধু হওয়া… সবশেষে আজ দাবি করতে পারি তোমার খুব কাছের একজন মানুষ এওবা কম কিসের- ক’জনে পারে নিজেকে অন্যের কাছে গ্রহণযোগ্য করতে চোখ মেলে তাকালেই কি সব দেখা যায়? হাত বাড়ালেই কি ছোঁয়া যায়? স্পর্শ তো অনুভবে... মাঝে মাঝে ভয় হয় খুব দূরে সরে যাবে হয়তো তুমি দেখা হবে না আর কোনো দিনই ‘যদি’ ভুল বুঝো আমায় তখনি পরে আমি কাঁদাবে না তুমিই কাঁদবে আমাকে স্মরণ করে এ আমার সত্য উপলব্ধিতা ছাড়া আর কিছুই নয় ‘যদি’র কথা নদীতে যাক প্রিয়া আমার কাছে থাক সারাজীবন শুধু এই বাসনা.. =০= ৮ এপ্রিল, ২০১২। শেষ করার সময়: ৭.৪০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.