ভালবাস সবাই ভালবাসাকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইবুনালে গুরুদাসপুর উপজেলার চাঞ্চল্যকর শিশু সবুজ হত্যার দায়ে দুলাভাই রাকিব সোনারকে ফাঁসি ও অপর আসামী নাজমূল হক খাজাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। সেইসাথে তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রাজশাহী দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক একরামুল হক চৌধুরী গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন। মামলার অপর দুই আসামী আতাহার সোনার ও রিনা বেগম বেকসুর খালাস দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় ফাঁসির আসামী দুলাভাই অনুপস্থিত বাকি তিন আসামী আদালতের কাঠগড়ায় হাজির ছিল।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৩০ নভেম্বর নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় স্কুল এন্ড কলেজ মাঠে ফুটবল খেলা দেখার নাম করে শ্যালক শিশু সবুজকে সংগে নিয়ে দুলাভাই রাকিব সোনর বাড়ি থেকে রওনা দেয়। পরের দিন পার্শ্ববর্তী উপজেলার আটগ্রাম নামক স্থানের একটি খাল থেকে হাত পা বাধা অবস্থায় শিশু সবুজের লাশ উদ্ধার হয়। এব্যাপারে সবুজের বাবা আবু তাহের খলিফা নিজের জামাই রাকিব সহ ৪ জনকে আসামী করে মামলা করেন। পরে ২০১০ সালের ২১ অক্টোবর মামলাটি রাজশাহী দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তর করা হয়। আদালত ৩৩ কার্যদিবসে ৩১ জনের সাক্ষ্যগ্রহন শেষে এ রায় ঘোষণা করে।
চাপুন>>>>> ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।