আমাদের কথা খুঁজে নিন

   

শাহারিয়ার কবিরের উপরে হামলার ক্লু এবং হেফাজতের সাথে জামাতের নো কানেকশন প্রুভ!!

বেশ কিছুদিন যাবত ব্লগের অবস্থা খুবই উত্তপ্ত, দিনেদিনে এই উত্তাপ আরো বাড়ছে। বাড়াটাই স্বাভাবিক কারন এখন চৈত্র মাস চলছে আর চৈত্রের অস্বাভাবিক গরমে স্বাভাবিক মস্তিস্কের ও অস্বাভাবিক আচরণ করা অস্বাভাবিক কিছু নয়। ভেরী রিসেন্টলি, "হেফাজতে ইসলাম" দলটির লংমার্চ বা সভা সমাবেশ নিয়ে কেউ দ্বিমত বা অন্য কোনো কানেকশন (!!) খোঁজার চেষ্টা করলে বিভিন্ন ধরনের ট্যাগ আর গালাগালি করা হচ্ছে (ইহাও অস্বাভাবিক নয়)। যদিও আওয়ামীলীগ, বি এন পি আর জা পা সহ অনেক সাধারণ জনগনই একাত্নতা ঘোষণা করেছে। শুধু জামাতে ইসলামী দলটি ছাড়া (ভুল বলে থাকলে এডিট করা হবে)। আর টিভির এই টক শোয়ের কথা গুলা আসলেই অনেক টক!! হেফাজতের কেন্দ্রীয় সহ আহব্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফি সাহেবের কথা শুনেও আমার কেমন জানি লেগেছে। এটা শোনার পরে যদি আপনার পূর্ব ধারণার বিন্দু মাত্র পরিবর্তন ও ঘটে, কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। অগ্রীম শুভো-নববর্ষ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।