আমাদের কথা খুঁজে নিন

   

নীলডিমের দৃশ্যপট

শাফিক আফতাব----------- জেসিকা, আজ তোমার উষ্ণশ্বাসে বারান্দার কৃত্রিমফুলগুলো পাঁপড়ি মেলছিলো, ঘ্রাণে ঘরময় নেমেছিলো এক মিষ্টি আবেশ, নুয়ে পড়া অঙ্গ অভ্যূত্থান ঘটাতে অজস্র পুলকের সৈন্য নিয়ে রাজপথ বরবর অবস্থান নিলো, আমি কিছ্ইু করতে পারলাম না। যুদ্ধ বেঁধে গেলো, এক পশলা বৃষ্টি হলে পর সব ধুয়ে মুছে সারা শহরময় কী এক স্তব্ধতা, শুদ্ধতা নেমে এলো চোখের পাতায়, তুমি পুলকদল নিয়ে ঘুমে গেলে, নীলডিমের আলোতে তোমাকে কী অপরূপ মনে হলো। দেখি, তোমার খোলা বুক থেকে রজনীগন্ধা আর গোলাপ ফুটছে, ঘ্রাণগুলো হাতের মুঠোয় নিতেই অবসিত হলাম, তুমি শান্তস্নিগ্ধ চোখের পাতা খুললে : আহা ! এর চেয়ে মধুর লগন পৃথিবীতে দেখেছি কি ?............. ০৮.০৪.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.