আমি বহু লোককে দেখিছি, এমনকি কেমিস্ট্রি পন্ডিত ও আছে, যারা এনটিসেপটিক এই লোশন যে ডাইরেকট ব্যবাহার করা যায় না তা জানে না। স্যাভলন, ডেটল, সেফনিল, সেফটল, হাইজিনল বিভিন্ন এনটি সেপটিক লোশন গুলোতে ব্যবহার বিধিতে বলা থাকে যে এর সাথে কোন কাজের জন্য কতটুকু পানি মিশাতে হবে। তবে সমস্যা হল কোমপানি গুলাও এ ব্যাপারে স্বচ্ছ ভাবে বলেনা। তারা লিখা গুলো এমন ছোট বা গোপন যায়গায় লেখে যে অনেকে পড়তে পারেনা। আমি কয়েকজনকে দেখেছি ডাইরেকট ডেটল চোখের নিচে লাগিয়ে ফোসকা ফেলে দিতে। ভারি চামড়ায় যদি ও অত ক্ষতি হতে দেখা যায় না, কিন্তু ক্ষতি হয়। স্যাভলন কাটা ছেড়ার জন্য ২০ গুন পানি মিশিয়ে ব্যবার করতে হয়। অন্য ক্ষেত্রে তো আরো বেশী। এগুলোর গায়ের নির্দেশনা দেখে ব্যবহার করা উচিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।