আমাদের কথা খুঁজে নিন

   

ক্বাবা নয়,খুঁজো ভালোবাসা ।। খৈয়ামের আরও দশ রুবাই

আমি জানি আমি জানি না আমার অনূদিত আরও দশটি ওমর খৈয়ামের অনুবাদ। রুবাই গুলোর শিরোনামগুলো আমার দেয়া-যদি যথাযত না হয় সে দোষ আমার,খৈয়ামের নয়। ব্যাতিপাত ক্বাবা নয়,খুঁজো ভালোবাসা । । ভালোবাসাকেই চাইছো যখন খুঁজো সবার অন্তরে, পেলে তুমি তারে, সযত্নে রেখো হৃদয় অভ্যন্তরে; শতেক ক্বাবাও কখনও হবেনা একটি হৃদয়সম, ক্বাবা নয়,খুঁজো ভালোবাসা কেই ,আপন হৃদয় মন্দিরে।

When seeking love pay court to every heart, When once admitted seize the perfect heart; A hundred Ka'bas equal not one heart, Seek not the Ka'ba ,rather seek the heart ! বরাত দেনেওয়ালা । । আল্লাহ্ যদি ইচ্ছা করেন মন্দ পথে চলা , কেমন করে ভাসাই আমি সত্য পথে ভেলা ? প্রতিটা কাজই তখন আমার করতে হবেই ভুল, যেহেতু তিনিই নির্ধারক, বরাত দেনেওয়ালা । If Allah wills me not to will aright How can I frame my will to will aright? Each single act I will must needs to be wrong, Since none but He can make me will aright . প্রশ্ন । ।

তিনিই আমাকে এনেছেন হেথা, আমি নিজে আসি নাই; সন্দেহের অন্ধকার জীবনে নিয়েছে ঠাঁই; যেতে তো হবেই,আসা কেন তবে? বেঁচে থাকা? কেন যাওয়া? প্রশ্ন এসব করি শুধু আমি, উত্তর নাহি পাই। He brought me hither ,to my great surprise ; From life I gather but a dark surmise; I go perforce. Why come ? Why live? Why go? I ask these questions , but find no replies . অনুতাপ । । প্রতি রাতেই করি প্রতিজ্ঞা আজকে থেকেই অনুতাপ, পানশালাতে আর যাব না করবো না আর কোন পাপ; কিন্ত এল বসন্ত যে , আলগা হল প্রতিজ্ঞা, গোলাপ যখন প্রস্ফুটিত, কেমনে করি অনুতাপ ?* Each morn I vow ,"To-night I will repent Of wine, and tavern haunts no more frequent ;" But now 'tis spring, so loose me from my vow , While roses blosom, how can I repent?* ------------------ */Towba/, repentence, also breaking vows কাজের পুরস্কার। ।

বিপথগামী আমি একজন আমায় গ্রহন কর, আত্মা আমার অন্ধকারে ,তুমি আলো দান কর; স্বর্গ যদি হয় কেবলই - কাজের পুরস্কার, তবে কোথায় তোমার বদান্যতা অথবা পরোপকার? I am an erring slave , accept Thou me! My soul is dark ,make me Thy light to see! If heaven be but the wage for service done, Where are thy bounty and Thy charity ? এমনই অন্ধ । । তোমায় খুঁজে ব্যর্থ সবাই ,ব্যর্থ বসুন্ধরা , ধনদৌলত পায়না তোমায় , না পায় দরিদ্ররা ; সবাই তোমার কথা বলে ,তবু কান নেই যেন শোনার , চোখের সামনে ,তবুও দেখে না-এমনই অন্ধ ওরা । The world is baffled in its search for Thee ! Wealth cannot find Thee, no, not poverty ; All speak of Thee, but none have ears to hear, Thou'rt near to all, but none eyes to see. আপনার পানে চাও। ।

সূ্য গ্রহ'রা যেখানে রয়েছে সেই আকাশের পারে , খুঁজতাম আমি স্বর্গ নরক ,কলম*, গ্রন্থটারে** ; এক পরম বিজ্ঞ নির্দেশ দেন ,-"আপনার পানে চাও , স্বর্গ নরক ,কলম,গ্রন্থ- পাবে সেখানেই তারে । " At first I sought Pen, Tablet,Heaven and Hell , Beyond the skies where sun and planets dwell; But then the master sage instructed me, "Seek in thyself Pen,Tablet,Heaven and Hell." ------------------------ *জ্ঞাণ **ঐশীগ্রন্থ তুলনীয় বাংলার আর এক কবি'র লেখা-- 'কোথায় স্বর্গ ,কোথায় নরক কে বলে তা বহুদুর , মানুষেরই মাঝে স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর '. দিব্য গাঁথা । । কোরাণেই আছে দিব্য গাঁথা সকল লোকে বলে, কিন্তু সে সব পড়ে না কখনও আপন পথেই চলে ; দীপ্তিময়ি বাক্য সকল দেয়ালে বাঁধিয়ে রাখে , - সেটুকুই পাঠ, তাতেই আবাস, সেভাবেই তারা চলে । Men say the Koran holds all heavenly lore, But on its pages seldom care to pore; The lucid lines engraven on the bowl ,- That is the text they dwell on evermore . আনন্দ কর।

। রোগ-শোক ভয় , দোষ কিছু নয় , পারবে না কেউ এড়াতে , বরং তাতে দুঃখ বাড়ে , তাই একসাথে রাখ চলাতে; আনন্দ কর ,পৃথিবী যেন হতাশ তোমায় না করে , ভাগ্য তো নির্দিষ্ট , তাকে পারবে না কেউ টলাতে । Grieve not all coming ill ,you can't defeat it , It adds to grief to look ahead to meet it ; Take heart ! let not the world depress you so, Your fate is fixed , and grieving will not cheat it. শুধুই অবলোকন । । অসম্ভবের কল্পনাতে ভরা থাকে মোদের জীবন, বেহেস্তে পাব হুরপরী, আর তাতেই হবে অবগাহন; সত্যি যখন পর্দা উঠবে, দেখবে তখন চেয়ে চেয়ে, কত দুরে তারা তোমার থেকে,-হবে শুধুই অবলোকন! Some filled with overweening phantasy Houris in paradise expect to see; But, when the veil is lifted,they will find, How far they are from thee,how far from thee . ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।