আয়নার সামনে দাঁড়ালে , আমি একজন শয়তান কে দেখতে পাই !!! ক্লান্ত দেহে ............. শ্রান্ত মন নিয়ে একাই হেঁটে যাই , নিজের প্রচ্ছায়া হয়ে ........... আমি, আর পিছনে ফিরতে চাইনা .............. দেখতে চাইনা ক্লেদাক্ত আকাশ...............চাপা আর্তনাদ আর হাহাকার যেথায় ভেসে বেড়ায় রুদ্ধতাপূর্ণ আবেশে.............ছন্দবিষাক্ত কিছু অনুভূতি আমায় কাঁদিয়ে বেড়ায়.............. প্রকৃতি আমাকে অনুপ্রেরণা নয়.......দিয়ে চলেছে শুধুই অভিশাপ জানিনা আমি ........ কেন হতে চলেছি পরবাসী ............. নির্দোষ হয়েও কেন আজ আমি দোষী তবুও হে সমাজ .............. তোমার কথা ভেবে ............ স্বীকার করে নিচ্ছি পাপ............. বিদায় বেলায় ............. রেখে গেলাম কিছু সুখ স্মৃতি আর অশ্রু ফোঁটা চাপা দুঃখ গুলো সাথে নিয়ে যাচ্ছি ............... কে জানে .........হয়তো আবার হবে দেখা !!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।