আমাদের কথা খুঁজে নিন

   

‘কোলাভেরি ডি’ গানের বিরুদ্ধে মামলা

অল্প সময়ে ব্যাপক জনপ্রিয় হওয়া গান ‘কোলাভেরি ডি’র বিরুদ্ধে মামলা করা হয়েছে। গানটি শিশুদের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে এমন অভিযোগে ভারতের কেরালা হাইকোর্টে কেরালার ইড়ুক্কিনিবাসী সরকারি চাকরিজীবী এম মাধস্বামী মামলাটি করেন। মামলায় যতো দ্রুত সম্ভব ‘থ্রি’ ছবি থেকে গানটি বাদ দেয়া এবং ইন্টারনেটের সব সাইট থেকে গানটি মুছে ফেলার নির্দেশ দেয়ার জন্য আদালতের কাছে আবেদন করেন তিনি। মাধস্বামী অভিযোগ করেন এ গানের কথা আক্রমণাত্মক এবং অশালীন। আজকাল অনেকেই গানটি দিয়ে মেয়েদের হয়রানি করছে।

বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে গানটি রূপ নিয়েছে ‘টিজিং সং’ হিসেবে। এ ধরনের গানগুলো মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে বলেও অভিযোগ করেন তিনি। আইওয়া স্টেট ইউনিভার্সিটি এবং টেক্সাস ডিপার্টমেন্ট অফ হিউম্যান সায়েন্সের একটি গবেষণা প্রতিবেদনের ফলাফল উল্লেখ করে মাধস্বামী জানান, ওই গবেষণা করা হয়েছিল আমেরিকার ৫০০ কলেজ শিক্ষার্থীর ওপর। যাদের সাতটি ভায়োলেন্ট গান এবং আটটি নন-ভায়োলেন্ট গান শোনানো হয়। যা ওই ছাত্রদের ওপর মানসিক স্বাথ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে।

মাধস্বামীর মতে, ‘কোলাবেরি ডি’-ও তেমনই একটি ভায়োলেন্ট গান। গানটি তরুণসমাজের নৈতিকতার অবয় ঘটাচ্ছে বলেও অভিযোগ তার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।