আমাদের কথা খুঁজে নিন

   

আজ ভাল কথার দিন

আবার আসছে বাংলা নতুন বছর ১৪১৯। অনেক আশা ভং্গের পরও আমরা আবার আমা করব, স্বপ্ন দেখব যে, এই বাংলাদেশের উন্নতি হচ্ছে! আমি কষ্ট করব; কিন্তু আমার বৃদ্ধ বাবা-মা যেন ভাল থাকে; আমার শিশু সন্তানেরা যেন ভাল থাকে। কোন বাস-ট্রাক যেন ওদের গায়ের উপর উঠে না পড়ে! কোন চাঁদাবাজ যেন ওদের খুন করে গুম করে উল্টো আমার কাছে চাঁদা দাবি না করে! মাননীয় প্রধানমন্ত্রীর যেন আমার বেডরুমের খুন নিয়ে ভাবতে না হয়! হাসিনা-খালেদা কেউ আর আমাদের এখন এই দুর্ভাগ্যের হাত থেকে বাঁচাতে পারবে বলে আমার মনে হয় না। ইবলিশ শয়তান অনেক আগেই তাদের আত্মা তার আত্মা দিয়ে ব্লক করে দিয়েছে। (দেখুন- সংসদ অধিকবশন-এর অশাণীন বাক্য মালা) এই দুর্ভাগা দেশের মহাদুর্ভাগা নাগরিক হিসাবে আমাকেই ব্যক্তিগতভাবে দায় নিতে হবে; গজব সহ্য করতে হবে; নিজের আত্মার শান্তির জন্য নিজেকে ভাল ভাল সৎ কর্ম করে আল্লাহর রাহে অপেক্ষা করতে হবে। এদেশে জন্মই আমার আজন্ম পাপ! তবু, শোকর আদায় করি যে, একটা স্বাধীন দেশ আমার আছে; অনেকের তো তাও নেই!! সবার জন্য শুভ কামনা করছি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।