যখন বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করেন তখন নিশ্চয়ই খেয়াল করেছেন যে সাইটের কয়েকটি অংশ জুড়ে অন্য কয়েকটি সাইটের অ্যাড এবং সেই ওয়েব সাইটে কি পাওয়া যায় তা লিখা থাকে। আর তার নিচেই লিখা থাকে অ্যাডস বাই গুগল কথাটি।
অনেক সময় গুগল সার্চ করে একটি সাইটে গিয়ে হয়তো দেখলেন যে আপনি যেই জিনিসটির খোঁজে সাইটটিতে প্রবেশ করেছেন তা পাননি কিন্তু Ads by Google লেখাটির সঙ্গে যেই সাইটগুলোর অ্যাড দেওয়া আছে তাতেই আপনার কাংক্ষিত জিনিসটি দেখা যাচ্ছে। আপনি কিন্তু আর দেরি না করে তখনি সেই সাইটটির অ্যাড এর মধ্যে ক্লিক করবেন আর আপনার এই ক্লিক করার ফলে যেই সাইটটির থেকে আপনি অ্যাডটি ক্লিক করলেন, সেই সাইটের মালিক তার অ্যাডসেন্স অ্যাকাউন্ট এ কিছু ডলার জমা করবে বা পাবে।
ব্যাপারটি অদ্ভুত মনে হলেও তা-ই।
আসুন আরেকটু ভালভাবে বুঝে নেই।
টিভি চ্যানেলগুলোতে আমরা যেইসব অ্যাড বা বিজ্ঞাপনগুলো দেখি সেগুলোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চ্যানেলগুলোকে টাকা দিয়ে থাকে এবং তার বিনিময়ে চ্যানেলগুলো সেই প্রতিষ্ঠানগুলোর অ্যাড বা বিজ্ঞাপনগুলো প্রচার করে থাকে। গুগল অ্যাডসেন্স এর কাজটাও ঠিক একই। গুগল তার গুগল অ্যাডসেন্স প্রোগ্রামের মাধ্যমে ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করে দেয়। এজন্য অবশ্য ওয়েবসাইটগুলো গুগলকে টাকা দিয়ে থাকে তাদের বিজ্ঞাপন প্রচার করবার জন্যে।
টিভির মধ্যে আমরা কেবল বিজ্ঞাপনগুলোই দেখি, কিন্তু ওয়েবসাইটে শুধু বিজ্ঞাপনগুলো দেখলেই চলবে না, যদি তাতে ক্লিক করে সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করা হয় তবেই অ্যাড বা বিজ্ঞাপনটি দেখা হয়েছে বলে ধরা হবে।
সহজ কথায় গুগলকে কোন প্রতিষ্ঠান টাকা দেয় আপনার বা অন্য কোন ওয়েবসাইটে তাদের নিজেদের প্রতিষ্ঠানের অ্যাড দেখানোর জন্য, আর গুগল আপনাকে টাকা দেবে যদি কেউ অ্যাডটিতে ক্লিক করে সেই ওয়েবসাইটে প্রবেশ করে।
টাকা পাবার সময়ঃ
আপনি চাইলেই আপনাকে গুগল টাকা দিবে না। যখন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এ $১০০ জমা হবে তখনই কেবল গুগল আপনাকে প্রথম কিস্তির টাকা পাঠাবে। উদাহরণ হিসেবে যদি আপনি $৪০ জানুয়ারি মাসে আয় করেন, এবং $৭০ আয় করেন ফেব্রুয়ারী মাসেঃ তাহলে গুগল আপনাকে পেমেন্ট পাঠাবে মার্চ মাসের শেষে।
কিভাবে টাকা পাবেনঃ
দুই-তিনটি উপায়ে আপনি টাকা আনতে পারবেন।
Electronic Fund Transfer: এই উপায়ে আপনার পেমেন্ট সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এ লোকাল কারেন্সিতে ডেপোজিট করা হবে।
Secured Express Delivery: কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আপনার কাছে Secured উপায়ে টাকা চলে আসবে। তবে এখানে কুরিয়ার সার্ভিস এর যা ফি আসবে তা যুক্ত করতে হবে। তাই সেটি খেয়াল রাখুন।
Check (Standard Delivery): ২-৩ সপ্তাহের মধ্যেই চেক এর মাধ্যমে আপনার কাছে টাকা চলে আসবে এবং পরে তা বাংলাদেশি কারেন্সিতে ভাঙ্গিয়ে নিতে হবে।
আশা করি লিখাটি আপনাদের ভাল লাগবে এবং গুগল অ্যাডসেন্স এর বিষয়টি এরপর আর আপনাকে বোঝানো লাগবে না। কিন্তু তারপরেও যদি কোন প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। যখন বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করেন তখন নিশ্চয়ই খেয়াল করেছেন যে সাইটের কয়েকটি অংশ জুড়ে অন্য কয়েকটি সাইটের অ্যাড এবং সেই ওয়েব সাইটে কি পাওয়া যায় তা লিখা থাকে। আর তার নিচেই লিখা থাকে অ্যাডস বাই গুগল কথাটি।
অনেক সময় গুগল সার্চ করে একটি সাইটে গিয়ে হয়তো দেখলেন যে আপনি যেই জিনিসটির খোঁজে সাইটটিতে প্রবেশ করেছেন তা পাননি কিন্তু Ads by Google লেখাটির সঙ্গে যেই সাইটগুলোর অ্যাড দেওয়া আছে তাতেই আপনার কাংক্ষিত জিনিসটি দেখা যাচ্ছে। আপনি কিন্তু আর দেরি না করে তখনি সেই সাইটটির অ্যাড এর মধ্যে ক্লিক করবেন আর আপনার এই ক্লিক করার ফলে যেই সাইটটির থেকে আপনি অ্যাডটি ক্লিক করলেন, সেই সাইটের মালিক তার অ্যাডসেন্স অ্যাকাউন্ট এ কিছু ডলার জমা করবে বা পাবে।
ব্যাপারটি অদ্ভুত মনে হলেও তা-ই। আসুন আরেকটু ভালভাবে বুঝে নেই।
টিভি চ্যানেলগুলোতে আমরা যেইসব অ্যাড বা বিজ্ঞাপনগুলো দেখি সেগুলোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চ্যানেলগুলোকে টাকা দিয়ে থাকে এবং তার বিনিময়ে চ্যানেলগুলো সেই প্রতিষ্ঠানগুলোর অ্যাড বা বিজ্ঞাপনগুলো প্রচার করে থাকে।
গুগল অ্যাডসেন্স এর কাজটাও ঠিক একই। গুগল তার গুগল অ্যাডসেন্স প্রোগ্রামের মাধ্যমে ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করে দেয়। এজন্য অবশ্য ওয়েবসাইটগুলো গুগলকে টাকা দিয়ে থাকে তাদের বিজ্ঞাপন প্রচার করবার জন্যে। টিভির মধ্যে আমরা কেবল বিজ্ঞাপনগুলোই দেখি, কিন্তু ওয়েবসাইটে শুধু বিজ্ঞাপনগুলো দেখলেই চলবে না, যদি তাতে ক্লিক করে সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করা হয় তবেই অ্যাড বা বিজ্ঞাপনটি দেখা হয়েছে বলে ধরা হবে।
সহজ কথায় গুগলকে কোন প্রতিষ্ঠান টাকা দেয় আপনার বা অন্য কোন ওয়েবসাইটে তাদের নিজেদের প্রতিষ্ঠানের অ্যাড দেখানোর জন্য, আর গুগল আপনাকে টাকা দেবে যদি কেউ অ্যাডটিতে ক্লিক করে সেই ওয়েবসাইটে প্রবেশ করে।
টাকা পাবার সময়ঃ
আপনি চাইলেই আপনাকে গুগল টাকা দিবে না। যখন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এ $১০০ জমা হবে তখনই কেবল গুগল আপনাকে প্রথম কিস্তির টাকা পাঠাবে। উদাহরণ হিসেবে যদি আপনি $৪০ জানুয়ারি মাসে আয় করেন, এবং $৭০ আয় করেন ফেব্রুয়ারী মাসেঃ তাহলে গুগল আপনাকে পেমেন্ট পাঠাবে মার্চ মাসের শেষে।
কিভাবে টাকা পাবেনঃ
দুই-তিনটি উপায়ে আপনি টাকা আনতে পারবেন।
Electronic Fund Transfer: এই উপায়ে আপনার পেমেন্ট সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এ লোকাল কারেন্সিতে ডেপোজিট করা হবে।
Secured Express Delivery: কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আপনার কাছে Secured উপায়ে টাকা চলে আসবে। তবে এখানে কুরিয়ার সার্ভিস এর যা ফি আসবে তা যুক্ত করতে হবে। তাই সেটি খেয়াল রাখুন।
Check (Standard Delivery): ২-৩ সপ্তাহের মধ্যেই চেক এর মাধ্যমে আপনার কাছে টাকা চলে আসবে এবং পরে তা বাংলাদেশি কারেন্সিতে ভাঙ্গিয়ে নিতে হবে।
আশা করি লিখাটি আপনাদের ভাল লাগবে এবং গুগল অ্যাডসেন্স এর বিষয়টি এরপর আর আপনাকে বোঝানো লাগবে না।
কিন্তু তারপরেও যদি কোন প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।