You can't buy love on eBay.
পেটের ক্ষিধা মেটানো যায় কিন্তু মনে ক্ষিধা নাকি মেটানো যায় না! প্রতিনিয়ত মনের ক্ষিধার চাহিদা ও গতি প্রকৃতি পাল্টায়! মনটা যখন রোমান্টিক মোডে থাকে তখন এর চাহিদা একধরণের আর যখন খিটমিটে থাকে তখন এর চাহিদা অন্যরকম! আজকে আমার মনটা আসলেই খিটমিটে।
কোন শালার বেটা যে স্ট্যাটিসটিক্স নামক কঠিন একটা বিষয়ের জন্ম দিছে আর কোন বেটায় এইটারে প্রোগ্রাম বানায়া কম্পিউটারের মধ্যে হান্দাইয়া দিছে......আধা দিন চেষ্টা করে কিছুই হইলো, মেজাজটা খারাপ! তাই বাকি আধা দিন অকাম করলাম!
কি অ-কাম করলাম একটু মিলাইতে গিয়া দেখি ঐখানেও অ-কাম করছি। কোন কিছুর সাথে কোন কিছু মিলে না......এই পোষ্টের হেডিংয়ের মতো।
কিছু প্রশ্ন দিয়ে শুরু করি আর উত্তর আছে নিচে। আর যেহেতু প্রশ্নগুলো মজার জন্য তাই উত্তরও একটু মজার হবে।
তবে প্রত্যেক প্রশ্নের নিচে ছবি দিয়ে উত্তরে ক্লু দেয়া আছে!! চেষ্টা করি-
১। ক্যাঙ্গারো যখন দেখলো তার থলির মধ্যে বাচ্চা নাই তখন কিভাবে সে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে?
তয় ইদানিং ক্যাঙ্গারোর পকেট কিন্তু বাজার করার কাজেও লাগে-
২। মনে করেন আপনার এক হাতে আছে ৩টা আপেল ও ৪টা কমলা আর অন্য হাতে আছে ৪টা আপেল ও ৩ টা কমলা। বলুন তো আপনার কি আছে?
তাহলে একটা ছবি দেখি-
৩। কোনটাকে অর্ধেক আপেলের মতো দেখায়?
তাহলে তো একটা নষ্ট আপেলও দেখতে হয়!!
৪।
কোন তিনটি বর্ন(3 letters) একজন মেয়েকে মহিলাতে পরিণত করে?
৫। বলুন তো ফেজবুক আর জেলখানা (Jail) এই দু’য়ের মিল কিসে?
৬। আপনি কখন বুঝবেন যে কেউ প্রেমে পড়েছে?
৭। ধরে নিলাম আপনি কেমিস্ট্রিতে অনেক পাকা। তাহলে বলুন পটাশিয়াম(Potassium) নিকেল(Nickel) আর আয়রন(Iron)দিয়ে আপনি কোন অস্রটা বানাতে পারবেন??
চলুন এবার উত্তর দেখি-
উত্তরঃ
১।
ও আল্লাহ! কে জানি আমার পকেট মেরে দিছে!
২। অনেক বড় হাত!!
৩। বাকি অর্ধেক আপেলকে
৪। AGE.
৫। দুই জায়গাতেই মানুষ দেয়ালে লিখে সময় নষ্ট করে!!
৬।
যখন দেখবেন মোবাইলে সস্তা প্যাকেজ(Call rate) খুঁজছে!!
৭। KNiFe. বিশ্বাস হয় না!! তাহলে দেখুনঃ Potassium = K, Nickel = Ni, Iron = Fe. কাজেই KNiFe
বোনাস কিছুঃ (ফটো ব্লগ!)
বিষয়বস্তু-সা@ইফুরসের (S@ifur’s) বিজ্ঞাপন কিন্তু সিলেটি ভাষায়-
সারা যাকেরের কাউন্সিলিং- (এটা কি ১৮+!!)
মজার ছবি
মনটা পরিষ্কার করে দেখুন- একটা লাইটের ছবি!!
পর্যটক আকর্ষনে যা জরুরী!!!
আসল ছবি!!
উৎসঃ অন্তর্জাল!!! কোন কিছুর দায় পোষ্ট দাতার নহে!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।