আমাদের কথা খুঁজে নিন

   

একটা কথা পরিষ্কার করে বলি। একদম ক্লিয়ার কথা, ফ্রুটিকার মত পিওর কথা ।

এইটা আমার ব্লগ। একটা কথা পরিষ্কার করে বলি। একদম ক্লিয়ার কথা, ফ্রুটিকার মত পিওর কথা । আইদীয়লোজিকাল দন্দ কোনো সমাধান হয়না। রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক নিয়ে যে বাহাস, এইটা সারা দুনিয়াতে আছে।

ডেভেলপমেন্ট হইলেই বরং ধর্মীয় চাহিদা গুলো তে বেশি অর্জন হয়। আমি ইউকে তে এভারেজ মুসলমানদের যে পরিমান ধর্ম পালন করতে দেখসি এবং ইসলাম নিয়ে এত পড়াশোনা করতে এবং জ্ঞান রাখতে দেখছি একজন জ্ঞানী এবং গোড়া বাঙালি মুসলমান তার চাইর আনাও করেনা। বাঙালি জাতীয়তাবাদীতার এবং প্রগতিশীল রাজনীতির(আমি দুইটারে সমার্থক বলে মনে করিনা) যে স্বপ্ন গুলো, সেই গুলো পাইপ ড্রিম। অটোমেটিক সেই গুলোর অর্জন হয়না। ডেভেলপমেন্ট হইলেই সেই গুলো অটোমেটিক হয়ে যায়।

তাই আজকে যারা প্রগতিশীল রাজিনীতি করেন, যারা ধর্মীয় জাতীয়তার উত্থান চান- তাদের উভয় কে বলছি - বাংলাদেশের ৯ কোটি, দরিদ্র সীমার নীচে বাস করা মানুষের কথা খেয়াল রাখেন। দেশের অর্থনীতির চৌদ্দটা বাইজা গেছে। দেশ পিছায় যাচ্ছে এই আইদীয়লোজিকাল দন্দে । আওয়ামী দুশাসনে অর্থনীতি অলরেডি ভেঙ্গে পরছে এবং এইভাবে চলতে থাকলে নীরব দুর্ভিক্ষ এবং ভয়াবহ দুর্ভোগ নেমে আসবে। আসেন, কে কে আছেন।

আসেন আমরা দেশের উন্নতি চাইয়া, দেশের ইনফ্রাস্ট্রাকচার গুলোর ডেভেলপমেন্ট চাইয়া, ২ কোটি বেকার যুবকের চাকরির দাবি নিয়া, জেনুইন ডেভেলপমেন্ট এর দাবি নিয়া একটা লং মার্চ করি ঢাকা মুখী। পচা নষ্ট দুর্নীতি মগ্ন, পশ্চাদমুখী এই এস্টাব্লিশমেন্ট টা ভেঙ্গে উন্নয়ন মুখী একটা দেশ গড়ার স্বপ্ন নিয়া । এই আইদীয়লোজিকাল দন্দ থেকে বাচার এই একটা মাত্র উপায়। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.