আমাদের কথা খুঁজে নিন

   

গরীবরে গরীব বলিও না, উহারা নিন্মবর্গ

কিছুদিন ধইরা একটা একটা নতুন সচেতন মহল তৈরী হইছে, তারা শিক্ষিত। ফলে, তারা উপজাতিদের বইলা থাকেন আদিবাসী। কাউরে উপজাতি বললে তারা উত্তেজিত ভঙ্গিতে জিগায়, উপজাতি আবার কী? উপজাতি শব্দটারে তারা বাংলা অভিধান থেকা মুইছা ফেলতে চায়। তো, কিছু উপজাতি ক...লেজ বিশ্ববিদ্যালয় পাশ করনের ফলে সেই সচেতন মহলের লগে একমত পোষন করে। তারা তখন বুক ফুলাইয়া বলে, আমরা উপজাতি নহে, আমরা আদিবাসী।

এমন আরও এক্সামপল আছে। গরীব, ফকিরনীদের গিয়া তারা বলে যে, তোমরা তো গরীব না, তোমরা হইলা নিন্মবর্গ। ফলে, গরীবরা কলার উচা কইরা বলে যে, আমরা তো শিক্ষিত গরীব, তাই আমরা গরীব না। আমরা নিন্মবর্গ। তো, উপজাতিদের আদিবাসী হইয়া বা এই গরীবদের নিন্মবর্গ হইয়া তাদের তেমন কোন ফায়দা নাই।

যেই লাউ সেই কদু। তবে, উপজাতিদের আদিবাসী বানাইতে পারলে সেই সচেতন মহলের কিছু ফায়দা আছে। তারা মানুষরে মানুষ হিসাবে গোনে না, গোনে পার্সেন্টেজ দিয়া। আগে যেই গ্রামে তিনজন না খাইতে পাইয়া মরতো, এখন সেইখানে মরে তিরিশ জন; তাতে তারা ক্ষতি দেখে না। বরং পার্সেন্টেজ হিসাব কইরা সেইখান থেকা উন্নতি খুইজা বাইর করে।

তারা বলে যে, পার্সেন্টেজ কমছে। আমরা উন্নতি করছি। তারা বলে যে, আমরা উন্নয়নশীল। একটা নির্দিষ্ট পার্সেন্ট ঠিক করছে তারা, যার নিচে আয় ইনকাম না থাকলে গরীব বলা যাবে না, বলতে হবে উন্নয়নশীল। সেই পার্সেন্টিজ আবার সামগ্রীক হিসাবে।

মানে, যদি নূন্যতম পাচ টাকা থাকা তাদের হিসাবে বড়লোক হওয়ার শর্ত হয় তাইলে আমার কাছে দশ টাকা আছে আর আপনের পকেট ফাকা দেইখা ওরা বলবে যে আপনে আর আমি দুইজনই বড়লোক। সেই হিসাবে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। শিক্ষিতের হার বাড়তেছে, ফলে, এইখানে গরীব বইলা কিছু নাই, তবে কিছু আছেন নিন্মবর্গ। কোন উপজাতি নাই, যদিও কিছু আদিবাসী আছে। গরীবরা যে গরীব, এই কথা তারা যেন ভুলেও না ভাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.