আমাদের কথা খুঁজে নিন

   

হাসিনা বুর ৩৫০০ মেগয়াট বিদ্যুত উৎপাদনের গল্প এবং আমার কিছু প্রশ্ন।

সেই ফকরুদ্দিন সরকারের সময় শুনেছি দেশে বিদ্যুতের চাহিদা ৬০০০ মেগয়াট উৎপাদন হয় ৪৫০০ মেগয়াট তাই দেশে এত লোডশেডিং। তেনারা বি এন পি কে দায়ী করেছিলেন এবং ২০ হাজার কুটি টাকা লুটপাটের কথাও বলে ছিলেন এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়েকটি প্রকল্প হাতে নিয়েছিলেন। আমরা জানি আওয়ামিলীগ ক্ষমতায় আসার পর ৭০০ মেগয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয় যা ফকরুদ্দিনের আমলেন প্রকল্প থেকে যা পরবর্তীতে আওয়ামিলীগ তাদরে উৎপাদন হিসেহে জনগনের কছে উপাস্থাপন করছে। প্রধান মন্ত্রীর কথা অনুযায়ী তারা ক্ষমতায় এসে ৩৫০০ মেগয়াট বিদ্যুৎ পেয়েছে এবং তারা ৩৫০০ মেগয়াট উৎপাদন বৃদ্ধি করেছে। অর্থাৎ বর্তমানে আমরা ৭০০০ মেগয়াট বিদ্যুৎ পাচ্ছি।

আমাদের বর্তমান চাহিদা নাকি ৭০০০ মেগয়াট সে হিসেবে কোন লোডশেডিং হওয়ার কথা নয়। কিন্তু আমরা মোটের উপর ৫০% বিদ্যুৎ ছাড়া থাকছি অর্থাৎ ৭০০০ মেগয়াট চাহিদার বিপরিতে ৩৫০০ মেগয়াট বিদ্যুৎ পাচ্ছি। এশিয়া কপের দিন নাকি সর্বোচ্চ ৬২০০ মেগয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে: এবং সেটা নাকি সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকড। আবার ম্যাডাম তাদের উৎপাদনের ৩৫০০ মেগয়াট বিদ্যুৎ সাত দিনের জন্য বন্ধ করে আমাদের শিক্ষাও দিতে চান। আমার এই গোল মেলে হিসার ঠিক মাথায় ডুকছেনা।

আমাদের প্রধানমন্ত্রী প্রেমিক কেউ কি আছেন। যে আমাকে তার ৩৫০০ মেগয়াটের হিসাবটা ঠিক বুঝিয়ে দিতে পারবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.