আমাদের কথা খুঁজে নিন

   

ডেচটিনি নাকি গায়েব হইয়া যাইতেছে

সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই তাই আজীবন মানুষের গান গেয়ে যেতে চাই ডেচটিনি নাকি গায়েব হইয়া যাইতেছে। ডেচটিনি না থাকলে আমাদের দেশের আর্থিক এবং সামাজিক ক্ষতির ব্যাফুক সম্ভাবনা দেখা দিবে। কত মানুষ বেকার হয়ে পরবে যারা এখন টাই বেঁচে সংসার চালায়। টাই শিল্প মারাত্মক হুমকির মুখে পরবে। তারপর মনে করেন ডেচটিনি আমাদের দেশজুড়ে কত ডাইমন্ড, গোল্ড, সিলভার, কপার, তামা, দস্তা, সালফেট ইত্যাদি মূল্যবান পদার্থ তৈরি করতো।

আমাদের দেশ এই মূল্যবান দ্রব্যগুলো থেকে বঞ্চিত হবে। এখন আসি সামাজিক ক্ষতির দিকে। চিন্তা করেন ডেচটিনি আসার পর কত তরুন-যুবক টাই বান্ধা শিখছে, ডেচটিনি না থাকলে এত সহজে কেউ টাই বান্ধা শিখবেনা। তারপর মনে করেন অনেক মানুষ তার দুইটা হাত এর মধ্যে কোনটা ডান হাত আর কোনটা বাম হাত তা নিয়ে কনফিউশিত থাকবে। ডেচটিনি মানুষের মধ্যে স্বপ্ন দেখা শিখাইছে, দিনের পর দিন কারো পিছে লেগে থাকার ক্ষমতা মানুষের মধ্যে জন্ম দিছে ডেচটিনি।

এই সব সমাজসেবামুলক কাজ থেকে দেশ ব্যাফুক বঞ্চিত হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।