আমাদের কথা খুঁজে নিন

   

Theme ইনষ্টল করতে পারছিনা Windows 7 এ. আপনাদের কারো এ পদ্ধতিটি জানা থাকলে জানান প্লিজ

আর দশ জনের সাথে মিলিয়ে চলতে চেষ্টা করি, চেষ্টা করি অমঙ্গলমকে হারিয়ে দিতে,নিজের দ্বায়িত্ব নিজ থেকে পালন করতে । Leopard Dark Windows 7 Theme নামের একটা ১৮ মেগার থিম নামালাম Click This Link এখান থেকে। এক্সট্রাক্ট করার পর ৫০ মেগা হয়েছে। কিন্তু ইনস্টল করতে পারছিনা।ফোল্ডরের ভেতর কয়েকটা ফোল্ডার রয়েছে ( System Files ও themes নামে ) কিন্তু কথাও .EXE ফাইলটা পেলাম না। এটার ইনস্টল পদ্ধতি আলাদা। সফটওয়্যারটি এক্সট্রাক্ট করার পরে অবশ্য Instruction.txt ফাইলে বলা আছে---- Copy Leopard Dark to c:\windows\resources\themes..Now Go to Desktop Personalize & apply Leopard Dark, Leopard Dark Basic or Leopard Dark Glass Theme... এভাবে করলে হবে। কিন্তু পুরো ফোল্ডার ওখানে কপি করার পরও হল না। আপনাদের কারো এ পদ্ধতিটি জানা থাকলে জানান প্লিজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।