আমাদের কথা খুঁজে নিন

   

ধন্যবাদ - ট্রেনে হিন্দি গান চালু করার জন্য!

ধুর ২০০৮-২০১২ এই কয় বছর ঢাকায় থাকছি। ঢাকা-খুলনা যাতায়াতের জন্য আমার সব থেকে ভাল লাগে ট্রেন। যার কারণে ট্রেনে ওঠা হয় অনেক। কখনও বা বিরক্ত হতে হয় উল্টাপাল্টা টাইমের জন্য, কখনও বা ভীড়ের কারণে। কিন্তু সব কিছু ছাপিয়ে ট্রেনই ভাল লাগে।

ট্রেনে স্বাভাবিক ভাবে পুরাতন বাংলা গান চালান হয়, যাকে আমরা বন্ধুরা মজা করে ডেড মেটাল বলি। যাই হোক, গান গুলি যতই পুরাতন হোক না কেন, গানগুলি শুনতে খুব একটা খারাপ লাগে তা না। বরং এই একমাত্র স্থান যেখানে এই সুন্দরগান গুলি শোনা যায়। কিন্তু অবাক হতে হল। গত কালকে রাত্রে (০৪/০১/২০১২) সুন্দরবন ট্রেনে করে আসছিলাম ঢাকায়।

হঠাৎ করে একটা গান বেজে উঠল, অবাক হয়ে লক্ষ্য করলাম যে বাজনাটি একটি হিন্দি গানের। প্রথমে ধরে নিয়েছিলাম যে হয়ত কোন যাত্রীর মোবাইলে বাজছে। কিন্তু দেখি না, ট্রেনের স্পিকারেই বাজছে। পরপর কয়েকটি গান হল। যদিও একটু পুরাতন (৪-৫ বছর আগের) গান।

কিন্তু দেখি মেয়ে যাত্রীরা খুব উৎফুল্ল! তাদের কথা যাক, এইগুলাও খারাপ না। নিজের কাছে খারাপ লাগছিল, এমনিতে নিজের ভাষার গান বাদ দিয়ে হিন্দি গান, তার উপর আবার নিজের দেশের মানুষেরই হাত তালি। অবাক না হয়ে উপায় থাকে না। সরকার/রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ বাংলা গান বাদ দিয়ে হিন্দি গান দেওয়ার জন্য। এখন আর কষ্ট করে মনে করতে হবে না যে আমরা বাংলাদেশী।

মনে করতে হবে না যে ৩০লক্ষ প্রাণের বিনিময়ে এই দেশকে স্বাধীন করা হয়েছে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.