সদা নিরুপায় তবুও অকুতোভয় একটা জিনিষ না লিইখ্যা থাকবার পারলাম না। সেটা হইলো প্রত্যেক বছর পরীক্ষাগুলোর সময় পত্রিকা দেখলেই মনে হয় খালি মাইয়ারা পরীক্ষা দিতাছে। সুন্দর সুন্দর মাইয়াগো ছবি দেখি পত্রিকায়। ভালোই লাগে! আবার যেদিন রেজাল্ট প্রকাশ হয় তার পরের দিনের বেশিরভাগ পত্রিকাগুলো দেখলে মনে হয়, ছেলেরা কেউ পাশ করে নাই (পরীক্ষাই তো দেয় নাই! পরীক্ষা শুরুর দিনের পত্রিকা দেখলে তাই মনে লয়)। মাইয়াগো দাত বের করা লিড ছবি ছাপে পত্রিকাগুলান। তবে আরেকখান কথা বোরখাওয়ালা কোন ছবি কিন্তু আবার ছাপে না। চেহারা দেখা যায় না বইল্যা!!! বর্তমানে যে কোন বানিজ্যিক প্রডাক্টের জন্য মেয়েদের পণ্য করা হয়। হোক না সেটা গাড়ির বিজ্ঞাপন। ভাবতে ভালই লাগে এখন সেটা শিক্ষাঙ্গণেও প্রবেশ করেছে। মেয়েদের কেন সবখানে পণ্য করতে হইবে? ছেলেরা পরীক্ষা দেয়না, পাস করেনা? তাদের ছবি প্রকাশ করলে প্রকাশকের ইয়েতে লাগে!! (সম্পাদিত)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।