তোমার ভয় পাওয়া চেহারা, আমি আলোতে আনাড়ি.......। সম্প্রতি লন্ডনের উইল্টসায়রে আকাশছোঁয়া দামে নিলাম হল অভিশপ্ত প্রমোদতরী টাইটানিকের প্রথম শ্রেণির যাত্রীদের শেষ বার দেওয়া খাদ্যতালিকা, ভাঁড়ার ঘরের চাবির গোছা, ডেপুটি ক্যাপ্টেনের লেখা চিঠি-সহ কয়েকশো সামগ্রী। একশো বছর আগে, ১৪ এপ্রিল হিমশৈলতে ধাক্কা লেগে অতলান্তিকের জলে ডুবে গিয়েছিল জাহাজটি। তাতে ছিলেন ২০০০-এরও বেশি যাত্রী। মৃত্যু হয়েছিল ১৫২২ জনের।
এর মধ্যে সব চেয়ে বেশি দাম উঠেছে খাদ্যতালিকাটির। সেটি নিলাম হয়েছে ৭৬০০০ পাউন্ডে। নিলামের আয়োজক অ্যান্ড্রিউ অ্যালড্রিজ বলেন, সেই সময়ের সেরা রেস্তোরাঁ ছিল টাইটানিকেই। যার প্রমাণ মিলছে খাদ্যতালিকায়। জাহাজটি থেকে লাইফবোটের সাহায্যে তীরে পৌঁছন তৎকালীন প্রভাবশালী ব্যাঙ্ক ব্যবসায়ী ওয়াশিংটন ডজের স্ত্রী ও ছেলে।
রুথের ব্যাগ থেকেই মিলেছে ওই খাদ্যতালিকা। এ ছাড়া ৫৯০০০ পাউন্ডে নিলাম হয়েছে ভাঁড়ার ঘরের চাবির গোছা। জানা গিয়েছে, জাহাজ-কর্মী স্যামুয়েল হেম্মিংয়ের ব্যবহার করতেন ওই চাবির গোছা। সেটি কিনেছেন এক মার্কিন সংগ্রাহক। টাইটানিকের এক পদস্থ নৌ-অফিসার হেনরি ওয়াইল্ডের পরিবারকে লেখা একটি চিঠি ২৯০০০ পাউন্ডে কিনেছেন এক ব্রিটিশ সংগ্রাহক।
জাহাজ-ডুবিতে মারা গিয়েছিলেন ওয়াইল্ড। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।