No body is perfect I am no body আমি একটা প্রাইভেট অফিসে কমার্শিয়াল অফিসার হিসাবে আছি। সেই সুবাদে আমাকে বিভিন্ন সরকারি অফিসে কাজ করতে হয়। এবার প্রিয় ব্লগারদের সরকারি অফিসের কর্মচারিদের মন-মানসিকতার সাথে পরিচয় করিয়ে দিতে চাই.......বন্ডেড প্রতিষ্টানগুলিকে কাষ্টমস এন্ড বন্ড কমিমনারেট থেকে ইউপি (ইউটিলাইজেশন পার্মিশন) নিয়ে কাঁচামাল খরচ দেখাতে হয়। এই ইউপি জমা নেয়া থেকে শুরু করে পাশ হওয়া পর্যন্ত কোন ফিস নেবার নিয়ম নেই। কিন্ত সরকারি অফিসে কেন টাকা ছাড়া কাজ হবে?? সুতরাং,,প্রতি ইউপি জমা নিতে বন্ড অফিসের পিওনরা ৩০০ টাকা করে নিয়ে থাকে।
উল্লেখ্য প্রতিদিন এই অফিসে ২০০-২৫০ ইউপি জমা জমা হয়ে থাকে। সে হিসাবে শধু ইউপি জমা ইস্যুতেই পিওন সাহেবদের পকেটে প্রতিদিন ৭৫,০০০-৯০,০০০ টাকা জমা হয়ে থাকে। আর আমরা বাধ্য হয়ে সেই টাকা যোগান দিই। যাইহোক একদিন এক ভদ্রলোক ৬ টি ইউপি জমা দিয়ে ২০০০ টাকা দিলেন। হিসাবে ৩ গুন ৬=১,৮০০ টাকা হয় তার টিপস মানে ঘুষ।
কিন্তু বাধ সাধল তিনি যখন ২০০ টাকা ফেরত চাইলেন। পিওনটি মুখকাল করে বলল "গরীবের টাকা ফেরত চান। এই গরীবের টাকা ফেরত নিলে গরীবের পেটে লাথি দেয়া হবে। এবং সেই অপরাধে আপনার উপরে আল্রাহ তালার গজব পড়বে। " হায়রে গরীব তোমার সংজ্ঞা কি??
সারমর্মঃ আপনারা কখন গরীবের পেটে লাথি দিবেন না তবে কিন্ত আপনাদের উপর আল্রাহ তালার গজব পড়বে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।