BitTorrent হচ্ছে এমন একটি সফটওয়্যার যা P2P ফাইল শেয়ারিং এ ব্যবহৃত হয়। এর মাধ্যমে খুব সহজেই বড় বড় আকারের ফাইল ডাউনলোড করা যায়। এটা ব্যবহারের পদ্বতি ও খুব সহজ। প্রথমেই http://www.bittorrent.com/ থেকে Bittorrent সফটওয়্যার টি ডাউনলোড করে পিসিতে ইন্সটল দিন। পরে যে ফাইলটি ডাউনলোড করতে চান ওই ফাইলের নাল লিখে পাশে Torrent লিখে সার্চ দিন(মনে করেন আপনি Batman- The Dark Knight মুভিটি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে Batman- The Dark Knight Torrent লিখে সার্চ দিতে হবে)। এখন সার্চ রেসাল্ট থেকে উপযুক্ত ওয়েবসাইট এ গিয়ে Torrent ফাইলটি নামিএ নিন। পরবর্তীতে ওই Torrent ফাইলটি BitTorrent দিয়ে ওপেন করলেই আপনার কাজ হয়ে যাবে। এখানে আপনি ডাউনলোড স্পিড ও কন্ট্রোল করতে পারবেন। কম্পিউটার অফ করে দিলেও পরবর্তীতে আবার চালু করলে ডাউনলোড আবার শুরু হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।