আমাদের কথা খুঁজে নিন

   

কাকস্প্রদায়ের নিকট আবেদন

লক্ষ্যহীন জীবন, তবু ছুটে চলাই নিয়োতি, এটুকুই আমি। বরাবর, কাকসমাজ, মলচত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিষয়: নিরাপদে মলচত্বর পার হবার জন্য অনুমতির আবেদন। জনাবগন, যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক, আমি ঢাবির একজন নিরীহ শিক্ষার্থী। ক্লাশ ও এর বাইরে বিভিন্ন সময়ে আমাকে বেশ কয়েকবার মলচত্বর পাড়ি দিতে হয়।

আপনাদের অনুমতি ব্যতীত মলচত্বর পাড়ি দেয়যর চেষ্টা করে বিভিন্ন সময়ে অনেককেই আপনাদের আক্রমনে আহত হবার কথা শুনেছি। আপনাদের অসামান্য লক্ষ্যভেদের ক্ষমতা ও বীরত্ব দেখে, এর কথা জেনে আমি বিমোহিতো, মুগ্ধ এবং একই সাথে উত্কন্ঠীত। মনুষ্য প্রজাতির অনেককেই আমি দেখেছি আপনাদের আক্রমনে দিশেহারা হয়ে পলায়োনপর। তাই আপনাদের শ্রেষ্ঠত্ব আমি বিনা দ্বিধায় মেনে নিচ্ছি। এমতাবস্থায় আগামিকল্য সকাল নয় ঘটিকায় আমাকে খুবি জরুরী প্রয়োজনে মলচ্তবর পাড়ি দিত হবে বলে ঐ সময়ে আপনাদের নিকট হইতে নিরাপত্তার আশ্বাস প্রার্থনা করছি।

আশা করছি আপনাদের সম্প্রদায়ের অনুমতি লাভ করে আমি নিরাপদে মলচত্ব পাড়ি দিতে সক্ষম হব। আমাকে এই অনুমতি দান করে বাধিত করবেন। বিনীত নিবেদক আপনাদের একান্ত বাধ্যগত ও অনুগত একজন নয়মিত শিক্ষার্থী যে নিয়মিত মলচত্বর পাড়ি দেয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.