আমার এক অনুজার, তনূ যার বহ্নি;
সুরুপা, সুকন্যা, সুদন্তা, সে তন্বী।
সদা সর্বদা উৎফুল্ল সে হাসিতে
অগ্রজ তবু চাইনা কি ভালোবাসিতে?
বিবেকের কাতরতা, যদিওবা ভয় না
শত খোঁড়া অযুহাত; না-না, তা হয়না।
এই নিয়ে বোঝাপড়া কখনোবা ঝগড়া
অভিযোগ অভিমান ককনোবা রগড়া।
অতঃপর বিবেকের হার এই ক্ষেত্রে
ভালোবাসি বলে ফেলা জিগ্ঞাসু নেত্রে।
যথারীতি সনাতনী রুপে তার না বলা
নিরব আর্তনাদেও মন তার না গলা।
কত-শত অনুরোধ, অনুযোগ প্রার্থি,
প্রেমা তাই চিরদিন রবো তার সারথি,
কল্পনা থেকে এনে দেবো রাঙ্গা পঙ্খ,
প্রণয়ের কালে ভাঙ্গবোনা সাদা শঙ্খ।
অনুরোধে ঢেঁকি গেলা হলনা তার বেলায়
খুব সহযেই যে সে ভাঙ্গলো এ-মন হেলায়।
মাঝে মাঝে ভাবনায় হয়ে যাই ক্ষুদ্ধ
কি এমন অপরাধ, কেন অবরুদ্ধ?
তবু মনে ভালোবাসা, তার তরে সত্য
তারে নিয়ে স্বপ্নেই অবিরত মত্ত।
আমার প্রেমের দাম বুঝবে সে একদিন
দেরীতে তো পারবেনা শুধরাতে এই ঋন।
সেদিন চোখের জলে ভাসাবে সে দু-কপোল
দূর হতে চেয়ে রবো আমি, হয়ে হীন-বোল।
হঠাৎ চোখের জলে কল্পনা ভেঙ্গে যায়,
তবে কি এসব কিছু কল্পনাতেই, হায়!
-লিখিত @০৯। ০৮। ০৮. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।