আমাদের কথা খুঁজে নিন

   

আমার ফায়ারফক্স এত স্লো কেন?

আমি যে অনেক পড়তে পছন্দ করি, এতে আমার কোন দোষ নাই! সবাই দেখি মহা আনন্দে ফায়ারফক্স ব্যবহার করে। কিন্তু আমি পারি না। সমস্যা সমুহঃ ১. এক সাথে ২/৩টা ট্যাব খুললেই প্রোসেসর ইউজ ১০০% হয়ে বসে থাকে, আর ক্লোজ করাও যায় না। অনেক সময় লাগে। ২. যে কোন লিংকে ক্লিক করলে সেটা ওপেন হতে মিনিমাম ৩০ পরে কমান্ড নিবে।

৩. পুরা পেইজ লোড না হলে কোন লিংকে কাজ করে না। (সব সাইটেই) ৪. ইন্টানেট এক্সপ্লোরার খুলতে ২-৫ সেকেন্ড সময় লাগে, কিন্তু ফায়ারফক্স খুলতে প্রায় ৩০-৫০ সেকেন্ড সময় লাগে। ৫. কোন কিছু ডাউনলোড দেওয়া অবস্থায় অন্য ব্রাউজারে সাইট ওপেন হলেও ফায়ার ফক্সে ওপেন হয় না। আমার ল্যাপটপের কনফিগারেশনঃ কোর ২ ডুয়ো ২.০ গিগাহার্টজ (টি ৬৪০০) RAM ৩জিবি উইন্ডেজ ৭ (আলটিমেট - অরিজিনাল ভার্সন) ৩২ বিট ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে চালাতে হয়। কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারেও সমস্যা! বাংলা সাইট ওপেন করে কিছু সময় রাখলেই ব্রাউজার হ্যাঙ্গ করে।

কেউ কি বিস্তারিত বলতে পারবেন কেন এমন হয় এবং কি ভাবে ঠিক করব? ওহ, আমার ফায়ার ফক্স ভার্সন ১১.০ (লেটেষ্ট)। এই সমস্যা ফায়ার ফক্স ৪.০ থেকে শুরু হয়েছে। ভাইয়েরা আমার বোনেরা আমার, আমি ননট টেকি, সুতরাং সেইভাবেই ব্যাখ্যা করবেন বলে আশা রাখি। আর হ্যাঁ আগাম ধন্যবাদ থাকল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।