আমাদের কথা খুঁজে নিন

   

ফায়ারফক্স ৪ এবং গুগোল ক্রোম ১০



ফায়ারফক্স এর নতুন যুগ আবারো শুরু হচ্ছে বলে মনে হচ্ছে। ফায়ারফক্স ৪ আরসি ( রিলিজ ক্যান্ডিডেট) গত ২ সপ্তাহ ধরেই ডাউনলোড এর জন্য উন্মুক্ত আছে। এখন পর্যন্ত ২২ মার্চ ২০১১ ই ফাইনাল ভার্সন উন্মুক্তের তারিখ বলে ধরা যাচ্ছে। তবে এ তারিখ যদি পরিবর্তন হয় তবে অবাক হব না। শুধুই যে 'দেখার সৌন্দর্য' এই নতুন ভার্সনে তা নয়।

বিগত কয়েকদিন ধরেই ব্যবহার করছি এবং ফিচারগুলো দেখছি এবং যেভাবে ফায়ারফক্স ছেড়ে ক্রোম ব্যবহার শুরু করেছিলাম, এভাবে আবারো ফায়ারফক্স এ ফিরে আসার কথা বার বার উকি দিচ্ছে মনে। যদিও অনেকের মতে ফায়ারফক্সের অনেকগুলো আপডেট আগেই ক্রোমে ছিল (এবং এ কথা মিথ্যা নয়), তবে এখানেই পার্থক্য তৈরি হচ্ছে। সব দিক থেকেই ফিচারগুলো ফায়ারফক্সে অনেক উন্নত পর্যায়ের। গুগোল ক্রোমের ও নতুন ভার্সন বিগত ১ মাস ধরেই অটো আপডেট হচ্ছে। (সেটিংএর এবাউট গুগোল ক্রোম এ গেলেই চেক করা যায় ভার্সনটি আপডেটেড কিনা) গুগোল ক্রোমের সিনক্রোনাইজেশন এর সম্পূর্ণটাই ফায়ারফক্স প্রথমবাবের মতো নিয়ে এসেছে এই ভার্সনে।

কিন্তু সবচেয়ে কার্যকরী যে বিষয়টি, ফায়ারফক্স এখন শুধু বুকমার্ক, হিষ্ট্রি বা অটো ফিল-ই নয়, পুরো ট্যাবগুলোও সিনক্রোনাইজ করে। এন্ড্রয়েড মোবাইলগুলোতে এ ফায়ারফক্স এর নতুন ভার্সনটি ইনষ্টল করে নিলেই হবে। তবে, একাউন্ট সেটিং আপ ক্রোমের মত এত সহজ নয়। হয়তো ৫-১০ মিনিট লেগে যাবে। এ্যডঅন এর ব্যপারে ফায়ারফক্স এর ধারে কাছেও ছিল না ক্রোম কখনই।

যদিও ক্রোমের এক্সটেনশন ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে তবুও এ ব্যপারে ফায়ারফক্স অতুলনীয়। নতুন এ্যডঅন ম্যানেজার আরও ব্যপক আঙ্গিকে এসছে এখন। ফায়ারফক্স এবং গুগোল ক্রোম দুজনই ভি৮-বেঞ্চমার্ক ভার্সন ৬ ব্যবহার করছে বলে ওয়েব পারফর্ম্যান্স একই রকম হবার কথা। আমি কোন এক্সপার্ট ব্যবহার কারী নই যে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরতে পারব। একজন সারারণ ব্যবহারকারী হিসেবে সাধারণ কয়েকটি মন্তব্য।

এবং যারা এখনো সম্পূর্ণ ফিচারসমূহ জানেন না, তাদের জন্য হয়তো প্রয়োজনীয় কয়েকটি লিংক। ফায়ারফক্স ৪ আরসি ফিচার গুগোল ক্রোম ১০.০.৬৪৮.১৫১ ফিচার গুগোল ক্রোম সম্পর্কে আরেকজনের বক্তব্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।