আমাদের কথা খুঁজে নিন

   

ছোট ছোট হাসি, ছB'তে হাসি......শুধু মজাই মজা (না দেখলে মিস)

আমার দেশ আমার গর্ব আমার অহংকার....... ১। মুরগি তো মাত্র ৮ টা কিনেছিলাম............ এক কৃষক তার ছেলেকে একটা মুরগির খাচা দিয়ে বলল যাও বাবা এগুলা বাসায় দিয়ে আস ... ছেলে খাঁচা নিয়ে হাটা দিল বাসার দিকে কিন্তু পথে তার হাত থেকে খাচা পরে খাচা ভেঙ্গে সব মুরগি বের হয়ে গেল ... ছেলে কি আর করবে যত কষ্টই হোক খুজে খুজে সব গুলা আবার ধরে এনে দরি দিয়ে বেধে বাসায় নিয়ে আসল ... বাসায় এসে সে তার বাবাকে বলে বাবা আর বল না খাঁচা ভেঙ্গে সব গুল মুরগি বের হয়ে গিয়েছিল কিন্তু আমি ছারি নাই ১২ টা মুরগি ই ধরে আবার নিয়ে আসছি !!!! বাবা এ শুনে বলে আহারে ব্যাতা তুই এত কষ্ট করলি ??? !!! আমি ত মাত্র ৮ টা মুরগি কিনে ছিলাম ২। আইনষ্টাইন........... বিজ্ঞানীরা বরাবরই কিছুটা ভুলোমনা হয়ে থাকেন, তবে এদিক থেকে আইনস্টাইন বোধ হয় একটু বেশিই এগিয়ে আছেন! একবার আইনস্টাইন ট্রেনে চড়ে যাচ্ছিলেন। চেকার এসে টিকিট দেখতে চাইলেন। কিন্তু আইনস্টাইন কিছুতেই টিকিট খুঁজে পাচ্ছিলেন না।

শুধু বিড়বিড় করে বলছিলেন, ‘কোথায় যে রাখলাম টিকিটটা...। ’ চেকার বললেন, ‘স্যার, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি নিশ্চয়ই টিকিট কেটেই উঠেছেন। আপনাকে টিকিট দেখাতে হবে না। ’ আইনস্টাইন চিন্তিত মুখে বললেন, ‘না না! ওটা তো খুঁজে পেতে হবে! না পেলে জানব কী করে, আমি কোথায় যাচ্ছিলাম!’ ৩।

মেয়েটা কানে কম শুনে......... ফারহান আর মুজতবা দুই বন্ধুতে কথা হচ্ছে। ফারহান: বুঝলি মুজতবা, নীলাকে আমি ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। মুজতবা: কেন? ফারহান: মেয়েটা কানে কম শোনে। মুজতবা: কী করে বুঝলি? ফারহান: আমি ওকে বললাম, আমি তোমাকে ভালোবাসি। আর ও বলল, আমার পায়ের স্যান্ডেলটা নতুন! ৩।

সনাতন ডাক্তার ........... সনাতন ডাক্তার একটা দোষ আছে! খুব ভুলো মনা মানুষ তিনি ... উনার কাছে গেলে প্রথমবার ফী হচ্ছে ১০০ টাকা আর পরের বার এলে ৫০ টাকা... রনি বুদ্ধি করে ঠিক করলো যে তিনি উঠতি বয়সি ডাক্তারকে টোপ দেখিয়ে ৫০ টাকা দিয়ে ঠিক বেরিয়ে আসবেন... তো ডাক্তারের কাছে গিয়ে রনি বলছে: ডাক্তার বাবু! আপনি যে ঔষুধগুলো খেতে বলেছিলেন সবই তো খেলাম কিন্তু কিছুই তো হল না... ডাক্তার : ওকে... শুয়ে পড়ুন... (রনি খুব খুশি এই ভেবে যে ডাক্তার টোপ গিলেছে) রনি : সব ঠিক আছে তো ডাক্তার বাবু? ডাক্তার: দেখুন সারতে একটু সময় লাগবে, ঐ আগে যে ঔষুধগুলো দিয়েছিলাম ওগুলোই খেতে থাকুন! ৪। রাতুল রাতুল তার গার্লফ্রেন্ডের সাথে পার্কে খুব রোমান্টিক ভাবে হাঁটছে... হঠাৎ! তার গার্লফ্রেন্ড বললঃ এই বন্ড আমি কি তোমার হাতটা একটু ধরবো ? রাতুল : কেন!!! তোমার কি মনে হয় আমি পালিয়ে যাবো...। । !! ...। ।

৫। বাবা-ছেলে বাবা তার ছেলের ওয়ালে লিখেছেন: বেটা, কেমন আছ? তোমার মা আর আমি ভাল আছি এবং তোমাকে মিস করছি। তোমাকে অনেক দেখতে ইচ্ছা করছে। দয়া করে কম্পিউটার অফ করে ডাইনিং রুমে খেতে আস। এই হল আধুনিক ডিজিটাল পরিবার ........... ৬।

আমার চোখের দিকে দেখো...... অরণ্য তার গার্লফ্রেন্ডকে বলছেঃ আমার চোখের দিকে দেখো'। কিছু দেখতে পাচ্ছ"?????? গার্ল ফ্রেন্ড : সত্যিকারের ভালোবাসা!!!!! অরণ্য : ওরে জুলিয়েট এর আম্মা!!!"আমার চোখে কি জানি পড়ছে অইডা তো আগে বাহির কর!!! ৭। ছেলে Vs মেয়েঃ ঘটনা ১=কোনো এক জনের শরীর খারাপ ছেলের প্রতিক্রিয়া=হায় হায়্!বলো কী?কীভাবে?ওষুধ খেয়েছ?খাওনি!তাড়াতাড়ি খাও। প্লিজ প্লিজ প্লিজ মেয়ের প্রতিক্রিয়া=কচু কচু কচু। তোমার মাথা মাথা মাথা।

আমি তোমাকে বলিনি। বৃস্টিতে ভেজার দর কার নাই?(কান্না কাটি)। এখন জ্বর উঠ্ছে। ভালো হইছে। আমার কথা তো শুন বা না।

এখন মরো। ঘটনা ২=কোন কারণে ছেলে কিংবা মেয়ের মোবাইল ফোন বন্ধ ছিল প্রেমিকের প্রতিক্রিয়া=এই!ফোন অফ ছিল,কেন?শরীর খারাপ ছিল?এখন কেমন আছো?ভালো তো?? মেয়ের প্রতিক্রিয়া=এই,তুমি আর জিবনে আমারে ফোন দিবা না। সারারাত তোমার ফোন অফ ছিল কেন?কমপক্ষে ১০০ বার ফোন দিছিলাম। রাখলাম ফোন। বাই ঘটনা ৩=কোনো সমস্যার কথা কার ও একজনের শেয়ার না করা প্রেমিকের প্রতিক্রিয়া=তুমি আমারে এইটা আগে বলবা না?বললে অন্তত একসাথে solve করতে পারতাম মেয়ের প্রতিক্রিয়া=ও!আমার সাথে শেয়ার করবা কেন?আমি তোমার কে?আমি তোমার কেউ না।

আমার সাথে আর প্রেম করতে হবে না। যার সাথে শেয়ার করবা তার সাথে প্রেম করো গে,যাও. ৮। দুধ বহনকারী গাড়ি...... দুধ বহনকারী গাড়িটা অন্যগাড়ির সাথে ধাক্কা লেগে উল্টে গেল। দুধে ভেসে গেল রাস্তা। ভিড় জমে গেল।

ভিড়ের মাঝ থেকে অমায়িক চেহারার এক ভদ্রলোক বেরিয়ে এসে দুধ বহনকারী গাড়ীর ড্রাইভারকে বললেন, এ-জন্য নিশ্চয়ই তোমার মালিক তোমাকে দায়ী করবে। ক্ষতিপূরণ চাইবে। : জি। : তুমি তো গরিব। এত টাকা পাবে কোথায়? এক কাজ কর-এই আমি পাঁচ টাকা দিলাম, এখন অন্যান্যদের কাছ থেকে আরো কিছু-কিছু নিলে বোধহয় হয়ে যাবে তোমার।

কিছুক্ষণের মাঝেই বেশ কিছু টাকা উঠে গেল। ভিড় কমে গেলে ভদ্রলোকটিও চলে গেলেন। একজন পথিক আপন মনে বলে উঠল, কে এই ভদ্রলোক? ড্রাইভার বলল, আমার মালিক। ১। প্রথমেই আগুন ভালবাসা সব্বাইকে......... ২।

তারপর চা-বিস্কুট....... ৩। অন্যরকম ভালবাসা,........ ৪। ছায়া শিল্প......... ৫। ত্রিপল ভালবাসা...... ৬। কয়টা গোলাপ মনে নাই ।

তবে সত্যিকারের গোলাপ ফুল দিয়ে বানানো জামা উপহার দিছে প্রেমিক প্রেমিকাকে । আহারে কি ভালবাসা........ ৭। স্মাইল প্লিজ.......... ৮। ওই ব্যাটা কি দেখছ......... ৯। সবুজকে সামনে রেখে........দারুন ।

আমার খুব ইচ্ছা করছে এরকম বানানো...... ১০। ডিজিটাল ট্যাক্সি.......... ১১। সর্বশেষে বাংলা ছি:নেমার পোষ্টার বিভিন্ন জায়গা হতে সংগৃহীত.......... হয়তো দেখতেও পারেন আবার নাও দেখতে পারেন কৌতুক রিপোষ্ট হতেও পারে আবার নাও পারে । আবার পড়ুন দেখুন আর হাসুন....... ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।